মেদিনীপুর: বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া।  মেদিনীপুরে ৩৩ হাজার ৯৯৬ ভোটে জয়ী তৃণমূল। মোট প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৫ হাজার ১০৪ । উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। 




বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই জয়ী তৃণমূল। নিজের এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে জানাই অভিবাদন। আমার অন্তরের অন্তস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে'। 


অপরদিকে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ৬ প্রার্থীকেই তাঁদের বিপুল জয়ের জন্য অভিনন্দন। বাংলাকে বদনাম করাতে 'জমিদার' এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থে যে গল্প তৈরি করেছিল মানুষ তাকে খারিজ করে দিয়েছে। প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ। গণতান্ত্রিক পথে বাংলায় বিরোধীদের নির্মূল করে দেওয়ার জন্য মানুষকে আমার বিনম্র প্রণাম। সাধারণ মানুষ বিরোধীদের মিথ্যা প্ররোচনায় গুরুত্ব না দিয়ে আমাদের ওপরেই আস্থা রেখেছেন। জেলা, ব্লক এবং অঞ্চল ভিত্তিক তৃণমূল স্তরের কর্মীদের আমি কৃতজ্ঞতা জানাই। তাঁদের কঠিন পরিশ্রম এবং মানুষের পাশে থাকার অক্লান্ত প্রচেষ্টাই বাংলার সম্মান এবং গর্বকে রক্ষা করেছে।'


আরও পড়ুন, বাবার থেকেও বেশি ভোটে জয়ী হাড়োয়ার TMC প্রার্থী শেখ রবিউল ইসলাম ! ধারে কাছেও নেই বিরোধীরা


প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও সবুজ-ঝড়। ৬টি আসনেই জয়ী তৃণমূল প্রার্থী। বিজেপির কাছ থেকে মাদারিহাট বিধানসভাও ছিনিয়ে নিল তৃণমূল। দুই কেন্দ্রে জয়ের ব্যবধান একলক্ষ ছাড়াল।গণনা কেন্দ্রের সামনেই সবুজ আবির ওড়ালেন শাসকদলের কর্মী, সমর্থকরা।  বিধানসভা, লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচনেও সবুজে সবুজ।কার্যত ছয়ে ছক্কা হাঁকাল তৃণমূল।৬টি বিধানসভা আসনেই জয়ী হলেন শাসকদলের প্রার্থীরা।উপনির্বাচনে মাদারিহাট আসনও হাতছাড়া হল বিজেপির।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।