কলকাতা: আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নির্দিষ্ট সময় মেনেই নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের গণনা শুরু হয়েছে।


৬ কেন্দ্রে কে এগিয়ে কে পিছিয়ে ?


সকাল ৯টায় শেষ অবধি পাওয়া খবরে, মাদারিহাটে প্রথম রাউন্ডের শেষে ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রথম রাউন্ডের শেষে ১৫, ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে ১৪, ৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনার শেষে হাড়োয়ায় ৭০০০ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় ১৩, ২৭৩ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী।


দ্বিতীয় রাউন্ডের শেষে কোথায় কে এগিয়ে ?


সকাল ৯ টা ২৫ নাগাদ পাওয়া খবরে, সিতাইয়ে দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় ২৯, ০০০০ ভোটে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে মেদিনীপুরে ৫০০০-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটে দ্বিতীয় রাউন্ডের শেষে ১০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে চতুর্থ রাউন্ডের শেষে ১৯,২৪৪ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে  ২২, ০৮৩ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী। 


আজ রাজ্য়ের ৬ বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই


সকাল ৯ টা ৪০ নাগাদ পাওয়া খবরে, বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই এগিয়ে তৃণমূল । সিতাইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ৪০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটে দ্বিতীয় রাউন্ডের শেষে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে ৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় দ্বিতীয় রাউন্ডের শেষে ৩ হাজার ৭০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে পঞ্চম রাউন্ডের শেষে ২৪ হাজার ৯১১ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে ২২ হাজার ৮৩ ভোটে এগিয়ে তৃণমূল। 


আরও পড়ুন, আজ উপনির্বাচনের ফলপ্রকাশের দিনে জ্বালানির দরে বড় বদল ! পেট্রোল ও ডিজেলের দাম কোথায় কত ?


বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই সবুজ ঝড়


 বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই সবুজ ঝড়। সিতাইতে চতুর্থ রাউন্ডের শেষে ৫১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটতে দ্বিতীয় রাউন্ডের শেষে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরে তৃতীয় রাউন্ডের শেষে ৮ হাজার ৯০০ ভোটে এগিয়ে তৃণমূল ।  তালডাংরায় দ্বিতীয় রাউন্ডের শেষে ৩ হাজার ৭০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে ষষ্ঠ রাউন্ডের শেষে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
হাড়োয়ায় চতুর্থ রাউন্ডের শেষে ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।