উজ্জ্বল মুখোপাধ্যায়, শান্তিপুর : বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখেন মা।
পোলিং এজেন্টের দাবি, রাতে তৃণমূল কর্মীরা বাড়িতে এসে তাঁকে হুমকি দেয়। সকালে বিজেপি প্রার্থী গিয়ে পোলিং এজেন্টকে মুক্ত করেন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অন্যদিকে আবার, ভোটের আগের রাতে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল বলে অভিযোগে সরব হন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। 



উপনির্বাচনে একমাত্র নদিয়ার শান্তিপুরেও চতুর্মুখী লড়াই হচ্ছে। তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে রাজু পালকে। সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। শান্তিপুর কেন্দ্রের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার উপনির্বাচনে বিচ্ছিন্নভাবে কয়েকটি অশান্তির ঘটনা ঘটেছে। ভোট চলাকালীন খড়দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। মাথা ফাটে প্রাক্তন সিপিএম বিধায়কের। অন্যদিকে দিনহাটার ভেটাগুড়ির লালবাহাদুর শাস্ত্রী বিদ্যালয়ের বুথে বাইরে থেকে দেখা যাচ্ছে ইভিএম। সেই ছবি ক্যামেরায় ধরা পড়তেই প্রিসাইডিং অফিসারের সাফাই, ভোটাররা যাতে পাখার নীচে দাঁড়িয়ে ভোট দিতে পারেন এবং যাতে ইভিএমে আলো পড়ে, সেই কারণেই এই ব্যবস্থা। পরে ওই বুথে যান তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। দিনহাটা হাইস্কুলে ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। কিছুক্ষণের জন্য ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি, তাঁর পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। বহিরাগতরা কীভাবে বুথে ঢুকছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন তৃণমূল প্রার্থী উদয়ন গুহর।


আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত।