কলকাতা: লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফরের দ্বিতীয় দিনেই সেখান থেকে সুখবর শোনালেন তিনি। এবছর বড়দিনের আগেই বাংলায় বস্ত্রশিল্পে বিনিয়োগ আসছে বলে জানালেন। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন তিনি। (Mamata in Madrid) 


বৃহস্পতিবার রাতে প্রথমে সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি পোস্ট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাতে লেখেন, 'মাদ্রিদ। বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠকে মুখ্যমন্ত্রী'। এর কিছু ক্ষণ পর মমতা নিজেই বৈঠকের ভিডিও পোস্ট করেন। সেই সঙ্গে রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেন।


এদিন সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, 'রোমাঞ্চকর খবর! Tempe Grupo Inditex (ZARA), যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, ব্যবসার পরিধি বিস্তার করছে তারা। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে যাচ্ছে। ২০২৩ সালের বড়দিনের আগে বাংলায় শুরু হবে উৎপাদন'।



আরও পড়ুন: Mamata Banerjee: সৌরভের সঙ্গে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, তার আগে বহুজাতিক সংস্থার সঙ্গে আলোচনা সারলেন মমতা


সোশ্যাল মিডিয়ায় মমতা আরও লেখেন, '২০১৯ সালের বেঙ্গল গ্লোূবাল বিজনেস সামিটের সময় 'ডাউনস্ট্রিম পলিমার এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি' শীর্ষক একটি বিভাগ ছিল, তা আমাদেরই সম্মিলিত লক্ষ্যের ফলশ্রুতি ছিল। এই বড় প্রকল্পের জন্য টেম্পে সংস্থা এবং তাদের সহযোগীদের, উপযুক্ত জায়গায় বিশেষ ছাড় দিয়ে ১০০ একর জমি দেব আমরা। PU কারখানার জন্য সবরকমের সহযোগিতা করবে আমাদের সরকার। এটি পশ্চিমবঙ্গর জন্য  উন্নত, টেকসই এবং সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রতিশ্রুতিসম্পন্ন প্রকল্প'।


স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসছেন মমতা। কলকাতা থেকে সাড়ে তিন ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক করেন। এর পর স্থানীয় সময় অনুযায়ী, সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। এই বৈঠকে থাকছেন সৌরভও। লন্ডন থেকে সোজা মাদ্রিদে পৌঁছন তিনি। 


বৃহস্পতিবার মমতার স্পেন সফরের দ্বিতীয় দিন। অভ্যাস মতোই স্পেনের রাজধানীর পথে মর্নিং ওয়াক সারেন মমতা। ঘুরে দেখেনন মাদ্রিদ সেন্ট্রাল পার্ক। রাস্তা এক শিল্পীর অ্যাকোর্ডিয়নে ঝালিয়ে নিলেন 'উই শ্যাল ওভারকামে'র সুরও।  সবমিলিয়ে সকাল সকাল প্রায় ছয় কিলোমিটার মাদ্রিদের রাস্তায় হাঁটেন তিনি।