কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী তিনি। বাংলাতেই করেন লেখালেখি। গান থেকে কবিতা, ভাষণ, সবই মাতৃভাষায়। ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবসে (International Mother Language Day) বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তোলার কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বাংলা ভাষায় শব্দভাণ্ডার আরও বর্ধিত করা প্রয়োজন। যত বেশি বাড়বে দেওয়া-নেওয়া, ততই বিস্তার ঘটবে বাংলা ভাষার, মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রীর।


বাংলা ভাষায় শব্দভাণ্ডার আরও বর্ধিত করা প্রয়োজন, বললেন মমতা


মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষ্যে দেশপ্রিয় পার্কে ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নেতা-মন্ত্রী ছাড়াও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়িরা। সেখানেই বাংলা ভাষার বিস্তারের সপক্ষে মুখ খোলেন মমতা। সর্বত্র বাংলাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন। 


এ দিন মমতা বলেন, "বৈচিত্রের মধ্যে ঐক্যর অর্থ যেমন সকলকে এক করা, তেমনই ভাষার বৈচিত্র কিন্তু হৃদয়ের বৈচিত্রেরও অঙ্গীকার। হৃদয়কে সঙ্কীর্ণ করে রাখলে, তার বিস্তার ঘটে না। মূল ঐতিহ্যকে ঠিক রেখে, যত বেশি দেওয়া-নেওয়া হবে, তত বেশি বিস্তার ঘটবে বাংলা ভাষার। কতক গুলি শব্দ আছে বাংলায়। যেমন, কেউ জল বলেন, কেউ বলেন পানি। এটাকে মেনে নিতে হবে।"


২১ ফেব্রুয়ারি নিয়ে নিজের লেখা কবিতাও পড়ে শোনান মমতা। কবিতার নাম 'একুশে' বলে জানান তিনি। নিজের কবিতা মনে থাকলেও, অন্।ের লেখা মুখস্থ বলে জানান। এর পর মমতা পড়ে চলেন- 


একুশে মানেই অঙ্গীকার, একুশে মানে ভাষা


একুশে মানেই পথ চলা, নব প্রজন্মের দিশা


একুশে মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর


একুশে মানেই গণতন্ত্র, অধিকার সুমধুর


একুশে মানে ভালবাসা, বেঁচে থাকার ভরসা


একুশে মানে সংগ্রামী জীবন, আগামীর নব আশা


একুশে মানে তোমার আমার বেঁচে থাকার অধিকার


একুশে মানে নতুন উদয়, এগিয়ে বাংলা সবার...


আরও পড়ুন: Swasthasathi: বেসরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে দেখবে টিম, স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য


নিজের লেখা কবিতা পড়ে শোনালেন মমতা


বাংলাভাষীদের জন্য ২১ ফেব্রুয়ারি দিনটি অত্যন্ত গর্বের। বাংলা মায়ের ছেলেমেয়েরা রক্তের বিনিময়ে আদায় করে নিয়েছিলেন মাতৃভাষার অধিকার। এপার, ওপার, দুই বাংলাতেই তাই এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সেই রক্তক্ষয়ী ইতিহাসকে শ্রদ্ধা জানিয়েই ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।