Offbeat News: 'মন্দ কাজে' ভাল বেতন ! যেকোনও আইটি কোম্পানির থেকেও বেশি মাস মাইনে এই কাজে। কেবল গাঁজা টানার জন্য ৮৮ লক্ষ টাকার চাকরি দিচ্ছে জার্মানির এই কোম্পানি।
Cannabis Tester Job: শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। সুখটানে পেতে পারেন সুখের বেতন। অন্তত তেমনই সুযোগ করে দিচ্ছে জার্মানির 'ক্যানামেডিক্যালস' নামের এই কোম্পানি। শুধু তাই নয়, এই কাজের জন্য মোটা বেতনও দিচ্ছে প্রতিষ্ঠানটি। 'মোস্ট ইনটক্সিকেটিং জব'-এ গাঁজা পরীক্ষকের চাকরিতে প্রতি মাসে ৮৮ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে যেকেউ চাইলেই এই চাকরি পেতে পারবেন না। সেই ক্ষেত্রে চাকরির আবেদন করতেও কিছু শর্ত রেখেছে কোম্পানি।
Weird Job: কী কাজ করে এই কোম্পানি ?
সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, জার্মানির এক সংস্থা গাঁজা বিশেষজ্ঞের সন্ধান করছে, যারা তাদের পণ্যের গুণমান পরীক্ষা করতে পারে। এই কোলোন-ভিত্তিক কোম্পানির নাম Canamedicals, যা জার্মান ফার্মাসি কোম্পানিগুলির কাছে চিকিৎসা ক্ষেত্রের গাঁজা বিক্রি করে।
Offbeat News: গাঁজা টানলেই কাজ শেষ ?
জার্মানির এই কোম্পানি এমন একজন কর্মচারী খুঁজছেন, যিনি তাদের পণ্যের গন্ধ, অনুভব করতে ও ফুঁ দিতে পারেন। মূলত, 'মেডিক্যাল গাঁজা' তৈরির জন্য কোম্পানি ভাল পণ্য চাইছে। Canamedicals কোম্পানির গ্রাহক বৃদ্ধির জন্য ভাল পণ্য তৈরি করতে চায়। সেই কাজের জন্য তারা সঠিক ব্যক্তির সন্ধান করছে। সর্বোপরি গাঁজা পরীক্ষায় নিযুক্ত কর্মীকে সামগ্রীর গুণমানও পরীক্ষা করতে হবে।
Cannabis Tester Job: আবেদনের বন্যা ওয়েবসাইটে
এই চাকরির খবর সামনে আসতেই সংস্থার ওয়েবসাইটে আবেদনের বন্যা বয়ে গেছে। এই কাজের কথা শুনে উল্লসিত হওয়ার কিছু নেই, কারণ শুনতে ব্যতিক্রমী লাগলেও এক কাজে নিযুক্ত ব্যক্তিকে একজন গাঁজা বিশেষজ্ঞ হওয়া উচিত। সবথেকে বড় বিষয়, ওই ব্যক্তির কাছে গাঁজা সেবনের লাইসেন্স থাকত হবে। অর্থাৎ, জার্মানিতে বৈধভাবে গাঁজা পানের লাইসেন্স ধারকরাই এখানে আবেদন করতে পারবেন।
Weird Job: এই ধরনের ব্যতিক্রমী চাকরি নতুন নয়
তবে এই ধরনের চাকরির খবর নতুন নয়, এর আগেও একটি আমেরিকান কোম্পানি এমন একটি চাকরির অফার দিয়েছে। যেখানে কর্মচারীকে মাসে তিন লাখ টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল। অনেক দেশে গাঁজা টানা নিষিদ্ধ। তবে অনেক দেশেই এখন গাঁজা সেবন বৈধ করার চিন্তাভাবনা করছে। সম্প্রতি জার্মানিতে গাঁজা বৈধ করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই জার্মানির স্বাস্থ্যমন্ত্রী এই নিয়ে আলোচনা শুরু করেছেন।
আরও পড়ুন : RBI Rules: ছেঁড়া নোটে কত টাকা ফেরত দেয় ব্যাঙ্ক ? কী বলছে RBI-এর নিয়ম
Education Loan Information:
Calculate Education Loan EMI