ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: নয়া বিশ্ববিদ্যালয় পেল বীরভূম। উদ্বোধন হল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের। রবিবার বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়কে নিজের 'স্বপ্নের প্রকল্প' বলে উল্লেখ করেন মমতা। সেখানে আশেপাশে জেলা থেকেও ছেলেমেয়েরা এসে ভর্তি হতে পারবেন বলে জানান। (Biswa Bangla University)


নব নির্মিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টির নির্মাণ হয়েছে বোলপুরে। এদিন তার উদ্বোধন করেন মমতা। সিউড়ির সভা থেকে মমতা বলেন, "বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ৩১ একর জায়গা জুড়ে অবস্থিত। নির্মাণে খরচ হয়েছে ৩৬৭ কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য দু'টি হস্টেলও রয়েছে।" লালমাটির বোলপুরকে বাংলার সংস্কৃতির জন্মস্থান বলেও এদিন উল্লেখ করেন মমতা। (Mamata Banerjee in Birbhum)


রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ধাঁচে নয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন মমতা। সেই মতো পাঁচ বছর আগে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়। এদিন তার শুভ উদ্বোধন করলেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্যও। যদিও বিরোধীদের দাবি, সামনে লোকসভা নির্বাচন। তার আগে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করে চমক দিলেন মমতা। 


আরও পড়ুন: Mamata on Anubrata: ‘জেলবন্দি করে রাখলেও, মনে রয়ে গিয়েছে কেষ্ট’, বীরভূমি দাঁড়িয়ে অনুব্রতর কথা মমতার মুখে


সিউড়ির সভা থেকে এদিন রাজ্যে তিনটি নয়া মেডিক্যাল কলেজের ঘোষণাও করেন মমতা। তিনি জানান, তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এবং বারাসাতেও সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে সেখানে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন বলে জানান মমতা।


এদিনের অনুষ্ঠানে দেউচা পাঁচামিতে খনির জন্য জমি প্রদানকারীদের হাতে ক্ষতিপূরণের টাকাও তুলে দেন মমতা। তিনি জানান, ৫৬৩ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। জুনিয়র হিসেবে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে ৩৪২ জনকে। গ্রুপ ডি পদে ২৩০ জনের হাতে চাকরির নিয়োগপত্র ধরানো হয়েছে। ডিসেম্বরের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে যাঁদের, তাঁরাও ক্ষতিপূরণ পাবেন বলে জানান। পাশাপাশি বোলপুর থেকে গ্রামীণ রাস্তা, সেতু নির্মাণের ঘোষণাও করেন মমতা। বীরভূমের উন্নয়নে তাঁর সরকার কোনও খামতি রাখছে না বলে জানান।