কলকাতা: নবান্ন থেকে মুর্শিদাবাদের দ্বারকা নদীর উপর নির্মিত নয়া সেতুর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদ জেলার রণগ্রামে দুই লেন বিশিষ্ট নতুন সেতুটি নির্মিত হয়েছে। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে সেতুটির ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা। একাধিক প্রকল্প হয়ে গিয়ে পড়ে রয়েছে। তাই নবান্নের সভাঘর থেকেই সেতু উদ্বোধনের সিদ্ধান্ত বলে জানালেন মমতা। (Murshidabad News)


বৃহস্পতিবার দুপুরে নবান্নের সভাঘরে বৈঠক করেন মমতা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ডিজি-সহ সরকারের মন্ত্রী, আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে। সেখান থেকেই এদিন দ্বারকা নদীর উপর নবনবির্মিত সেতুটির উদ্বোধন করেন মমতা। ২ লেন বিশিষ্ট সেতুটি ১০৫ মিটার দীর্ঘ। এই সেতুটির নির্মাণে কান্দি মুকুমার সঙ্গে সংযুক্ত হল বহরমপুর শহর। প্রায় ১ লক্ষ মানুষ এতে উপকৃত হবেন বলে জানিয়েছে সরকার।



এদিন মমতা জানান, শুধু চারিদিক গেরুয়া করে তোলার প্রকল্প করে না তাঁর সরকার। কান্দির বড় একটি সেতুতেই ৩২ কোটি টাকা খরচ করা হচ্ছে। এর পর মুখ্যসচিব জানান, দ্বারকা নদীর উপর নতুন সেতুটির নির্মিত হয়েছে। বহরমপুর-কান্দি-সুলতানপুর রাস্তার উপর রানাগ্রাম সেতু বলা হয়। অনেক পুরনো একটি সেতু ছিল। তার জায়গায় নতুন করা হয়েছে। খরচ পড়ছে ৩২ কোটি টাকা। এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবেন স্থানীয় মানুষজন।


আরও পড়ুন: Maa Flyover:ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে, বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ২ বাইক আরোহী


দ্বারকা নদীর উপর ওই সেতু নিয়ে  মমতা বলেন, "সকলকে অভিনন্দন। বিধায়ক অপূর্ব সরকার, সামসুজ্জাহ বিশ্বাস, সভাধিপতি, সুরিন্দর সিংহ, পূর্ত দফতরের আধিকারিকরা উপস্থিত রয়েছেন ওখানে। যাঁরা এই সেতুটি তৈরিতে যুক্ত, আশাকরি ভাল কাজ করেছেন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। মানুষের সুবিধা হবে। উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। এভাবেই মুর্শিদাবাদ, মালদার ওদিকের জায়গাগুলিতে আটকে থাকা কাজগুলি আস্তে আস্তে করে দিচ্ছি আমরা।"


এদিন মমতা জানান, মানুষকে পরিষেবা দেওয়াই তাঁর সরকারের কাজ। এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা। স্বাস্থ্যক্ষেত্রেও একাধিক পদক্ষেপের ঘোষণা করেন। রাজ্যের ৫৬টি হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানানো হয়। বালুরঘাট জেলা হাসপাতালে এমআরআই সেন্টারের উদ্বোধন হয়। তাতে খরচ পড়ে ৪ কোটি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ৫৫ কোটি টাকা খরচে ১২০ শয্যার জি প্লাস টু বিল্ডিং গড়ে তোলার কথাও জানানো হয়। কলকাতার মেডিকা হাসপাতালের ক্যান্সার হাবেরও এদিন উদ্বোধন করেন মমতা।