কলকাতা: আজ বিচ্ছেদের বিজয়া (Vijaya Dashami)৷ বেজে গিয়েছে বিসর্জনের বাজনা (Durga Puja 2022)৷ ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সেই আবহে রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, "আপনাদের সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। দুর্গাপুজো মাতৃশক্তির আরাধনা।"
রাজ্যবাসীকে দশমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "নিশ্চয়ই দশমীতে মন খারাপ হয় আমাদের। কিন্তু মা আবার আসবেন বলে আমরা উৎসাহিত হই। এটা মায়ের চলে যাওয়া নয়। মা আমাদের হৃদয়ের মধ্যেই থাকেন। তাই সকলে মিষ্টিমুখ করুন, মিষ্টি থাকুন, ভাল থাকুন। সকলকে শুভ বিজয়া, দশেরার শুভেচ্ছা।"
এ দিন, সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। এরপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ বাঙালির চিরাচরিত রীতি।
হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷
আরও পড়ুন: Aparupa Poddar: বিষণ্ণ মনে দেবী নিরঞ্জন, পাড়া পুজোয় সিঁদুর খেলায় মাতলেন তৃণমূল সাংসদ অপরূপা
এ দিন কলকাতার বাবুঘাটে বিসর্জনের পালা শুরু হয়েছে সকাল থেকেই। প্রথমে বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়েছে। এরপর একে একে বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন শুরু হবে। বিভিন্ন ঘট চত্বরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। দ্রুত কাঠামো সরিয়ে ফেলতে সব রকম প্রস্তুতি রাখা হয়েছে।
<বসিরহাটের টাকির রায় চৌধুরীদের পুবের বাড়ির দুর্গাপুজো। দশমী পুজো শেষ হওয়ার পর সিঁদুর খেলায় মাতেন বাড়ির মহিলারা। এরপর রাজবাড়ির দালান থেকে ২৪ জন বাহকের কাঁধে চড়ে ইছামতী নদীর রাজবাড়ি ঘাটে নিয়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দেবীকে সিঁদুর দিয়ে বরণ করে বিদায় দেওয়ার পালা শুরু হয়ে যায় সকাল থেকেই। সিউড়ির বিভিন্ন ক্লাবে চলে সিঁদুর খেলা। বাঁকুড়া শহরে পাঠকপাড়া দুর্গাপুজোর মণ্ডপে সকাল থেকে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। কোচবিহারে বড় দেবীর মন্দিরেও সকালে শুরু হয়ে যায় সিঁদুর খেলা। বেলুড় মঠেও মাকে বরণ করার পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। একই ছবি ধরা পড়ল কুলটি ও পুরুলিয়ার বিভিন্ন পুজো মণ্ডপে।
বিজয়ার সিঁদুর খেলায় মাতলেন রাজনীতিকরাও
সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/vijayadashami" data-type="interlinkingkeywords">পুজো। দশমীর সকালে শুরু হয়েছে সিঁদুর খেলা। প্রতিমা বরণ করে ঢাকের তালে, মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আরামবাগ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজের পাড়ায় পারুল মিলন মঞ্চ ক্লাবে দেবী বরণ করে সিঁদুর খেলায় মাতলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।