ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে (West Bengal) ফের ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) সংক্রমণ, একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে ২ হাজার ২৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনার পজিটিভিটি রেট (Positivity Rate) ১৫ শতাংশ।                 



এদিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪৪৬ জন, কলকাতায় ৪২৩ জন।     






করোনার সময় প্যারোলে মুক্তি, অবিলম্বে জেলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। ২ মাসের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের জেলে ফেরার নির্দেশ। করোনার সংক্রমণ বাড়ায় জেল থেকে প্যারোলে ২ হাজার বন্দিকে মুক্তি- দেওয়া হয়েছিল।  ২০২১-র এপ্রিলে প্যারোলে ছাড়া হয়েছিল ২ হাজার যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে। এবার প্যারোলে মুক্ত সেই বন্দিদের ফের জেলে ফেরার নির্দেশ কারা দফতরের।               


দেশের পরিসংখ্যান


অন্যদিকে, দৈনিক সংক্রমণ ১৫ হাজারে নামলেও, দেশে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৭৮৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৬২। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৫৪।