কলকাতা: আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে দুই করোনা রোগীর (WB COVID Update)। তাতে কার্যতই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকেরা। আতিমারির তিন-তিনটি ঢেউ পেরিয়ে এসে মানুষের মধ্যে ইদানীং গা ছআড়া মনোভাব দেখা দিয়েছে, দূরত্ববিধি, মাস্ক বিধি কেউ মেনে চলছেন না, তাতেই সংক্রমণ ফের বাড়ছে বলে মত তাঁদের।
নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ
বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত সবমিলিয়ে ২০ লক্ষ ২৭ হাজার ৯০১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সেরে উঠেছেন ২০ লক্ষ ৭৯৮ জন রোগী। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২১৮। এই মুহূ্র্তে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৫ শতাংশে রয়েছে। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন কোরোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সব মিলিয়ে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০০টি নমুনার মধ্যে যতগুলির রিপোর্ট পজিটিভ আসে, তাকেই বাল হয় সংক্রমণের হার। সেই নিরিখে এই মুহূর্তে রাজ্যএ সংক্রমণের হার ১২.৭৪ শতাংশ।
এই মুহূর্তে রাজ্যের বিভইিন্ন হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৬০। বাড়িতে অথবা অন্যত্র নিভৃতবাসে রয়েছেন ৫ হাজার ৬২৫ জন করোনা রোগী। পরিস্থিতি সামাল দিতে সমান তালে চলছে করোনার বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬টি টিকা প্রয়োগ করা হয়েছে।
রাজ্যে এখনও পর্যন্ত করোনার প্রথম টিকা প্রয়োগ করা হয়েছে ৭ কোটি ২৬ লক্ষ ১০ হাজার ৭৭১টি। ৬ কোটি ৩৪ লক্ষ ৫ হাজার ৮৬২টি দ্বিতীয় টিকা প্রয়োগ করা হয়েছে রাজ্যবাসীর শরীরে। বুস্টার ডোজ এখনও পর্যন্ত দেওয়া হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ ১ হাজার ৩৩১টি।
কলকাতাতেই সর্বাধিক দৈনিক সংক্রমণ
এর মধ্যে কলকাতাতেই ৫৮৯ জনের শরীরে সংক্রমণের হদিশ মিলেছে, জেলাগুলির নিরিখে যা সর্বাধিক। উত্তর ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে ৮৭ জন সংক্রমিত হয়েছেন। হুগলিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। হাওড়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৬৪।