সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু (Dengue Death)। নিউ আলিপুরে প্রাণ গেল ১৩ বছরের বালকের। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। সূত্রের খবর, ডেথ সার্টিফিকেটে রয়েছে ডেঙ্গির উল্লেখ।                 


ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু: জানা গিয়েছে, গতকাল ভর্তি হয় ছাত্র। ছিল আইসিআউতে। আজ ভোররাতে মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। এ নিয়ে জুলাই মাস থেকে আজ পর্যন্ত ১৭ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর রাজ্যে।  যার মধ্যে কলকাতা পুর এলাকার বাসিন্দা ৩ জন।                                    


এদিকে চিকিৎসার গাফিলতিতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর অভিযোগ। আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমডাঙার রফিপুরের বাসিন্দা জহিরুল ইসলামের। আমডাঙা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সেখান থেকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় জহিরুলের। এরপরই ফের আমডাঙা গ্রামীণ হাসপাতালের সামনে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় পুলিশ ও বিডিও। আধঘণ্টা পর ওঠে বিক্ষোভ।                                


রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে প্রথম ৫-এ রয়েছে কলকাতা। গত দেড় মাসেরও বেশি সময় ধরে রাজ্যে দাপট বেড়েছে ডেঙ্গির। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে মশা বাহিত রোগের প্রকোপ। এই মুহূর্তে, ডেঙ্গি আক্রান্তের নিরিখে, শীর্ষে রয়েছে নদিয়া বৃহস্পতিবার পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৫৩৫। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এখানে আক্রান্তের সংখ্যা ২৩৩০। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হুগলি এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৪৩ জন। ৪ নম্বরে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৪০। আর ঠিক এরপরই, ৫ নম্বরে রয়েছে কলকাতা।এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৮৯ জন। হাসপাতালে বাড়ছে চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।                


আরও পড়ুন:  Board Exam: এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা, জানাল শিক্ষামন্ত্রক