কলকাতা: একবার নয়, এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা। দুটি পরীক্ষার মধ্যে সেরা স্কোর নিয়ে তৈরি হবে মার্কশিট। নতুন পাঠ্যক্রমের কাঠামো ঘোষণা শিক্ষামন্ত্রকের। একাদশ-দ্বাদশে পড়তে হবে দুটি ভাষা, একটি ভারতীয় ভাষা আবশ্যিক। বিষয় নির্বাচনে স্বাধীনতা থাকছে পড়ুয়াদের, জানাল শিক্ষামন্ত্রক। 


২০২০ সালে জাতীয় শিক্ষানীতিতে বদল এনেছিল কেন্দ্র। আর এদিন পাঠ্যক্রমের কাঠামো ঘোষণা করল শিক্ষামন্ত্রক। যেখানে একাধিক রদবদলের কথা ঘোষণা করা হয়েছে। পড়ুয়াদের উপর চাপ কমাতে নেওয়া হয়েছে উদ্যোগ। এমনকী পরীক্ষা পদ্ধতিতেও আনা হচ্ছে বদল। নতুন পাঠ্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রক জানিয়েছে, বছরে দু'বার বোর্ড পরীক্ষা হবে। যে পরীক্ষায় প্রাপ্ত বেশি নম্বর হবে সেই নম্বর দিয়েই তৈরি হবে মার্কশিট। ২০২৪ সালের শিক্ষাবর্ষ থেকে সেই নয়া পাঠ্যক্রমের ভিত্তিতে পাঠ্যবই তৈরি করা হবে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, পড়ুয়ারা যাতে প্রস্তুতির জন্য বেশি সুযোগ পান তাই এই সিদ্ধান্ত। নতুন পাঠ্যক্রম অনুযায়ী, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে শুধুমাত্র কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের বিষয় নেই। অর্থাৎ বিভাগ বেছে নেওয়ার বাধ্যবাধকতা নেই। পড়ুয়ারা নিজেদের ইচ্ছে মতো বিষয় বেছে নিতে পারবেন। 


গত মাসে কলকাতায় দেশের ৬০টি CISCE স্কুলের অধ্যক্ষদের বিশেষ প্রশিক্ষণ হয়। তাতে যোগ দিতে শহরে এসেছিলেন CISCE-র CEO জেরি অ্যারাথুন। তিনি জানান, ২০২৫ সালের ICSE হবে কি না তা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর। CISCE-র CEO জেরি অ্যারাথুন বলেছিলেন, জাতীয় শিক্ষানীতি প্রয়োগের স্বার্থে ২০২৫ সালের ICSE হবে কি না তা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।

জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দিয়ে সরাসরি দ্বাদশের বোর্ড পরীক্ষা দেওয়া যাবে। CISCE এই জাতীয় শিক্ষানীতি চালু করেছে। ICSE. ২০১১ সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষাকে ঐচ্ছিক করেছিল CBSE। কিন্তু, চাপের মুখে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ফের বাধ্যতামূলক করে। আগেই জানা গিয়েছিল জাতীয় শিক্ষানীতির জেরে রদবদল করা হচ্ছে সিলেবাস ও প্রশ্নপত্র। CISCE-র শীর্ষকর্তা জানিয়েছিলেন, ২০২৪ সাল থেকে ICSE ও ISC-তে প্রতি বিষয়ে ১০ নম্বর করে চিন্তামূলক প্রশ্ন থাকবে। এবার কেন্দ্র জানিয়ে দিল বোর্ডের পরীক্ষা হবে। তবে এবার আর বছরে একবার নয়, পরীক্ষা হবে দুবার।


আরও পড়ুন: Jadavpur University Death : 'সে যার প্রাণ গেছে, তার ব্যাপার', সহানুভূতিহীন প্রতিক্রিয়া ধৃত দীপশেখরের বাবার


Education Loan Information:

Calculate Education Loan EMI