কলকাতা: বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে এদিন সকালে শুরু থেকেই সবুজ ঝড় ! ঘড়ির কাঁটায় যখন সকাল ১০ টা, ইতিমধ্যেই ষষ্ঠ রাউন্ড চলছে নৈহাটিতে। ষষ্ঠ রাউন্ডে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। সকাল ১০ টার আপডেট অনুযায়ী ৬ কেন্দ্রে এখনও অবধি এগিয়ে তৃণমূলই।
সকাল ১০ টার আপডেট অনুযায়ী , ৬ কেন্দ্রে কোথায় কেমন ভোট পেয়েছে তৃণমূল ?
সিতাইতে পঞ্চম রাউন্ডে ৬০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল । মাদারিহাট: তৃতীয় রাউন্ডে ১৪ হাজার ৬১০ ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরে চতুর্থ রাউন্ডে ১১ হাজার ৩৯৮ ভোটে এগিয়ে তৃণমূল । তালডাংরায় দ্বিতীয় রাউন্ডে ৬ হাজার ২৮৪ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে ষষ্ঠ রাউন্ডে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় চতুর্থ রাউন্ডে ৪১ হাজার ৬৪৬ ভোটে এগিয়ে তৃণমূল।
সকাল সাড়ে দশটায় পাওয়া আপডেট অনুযায়ী, সিতাই কেন্দ্রে নবম রাউন্ডে ৯৩ হাজার ২০৮ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।মাদারিহাটতে ষষ্ঠ রাউন্ডে ২৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।মেদিনীপুরে সপ্তম রাউন্ডে ১৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল । তালডাংরায় চতুর্থ রাউন্ডে ১২ হাজার ২৪২ ভোটে এগিয়ে তৃণমূল । নৈহাটিতে ষষ্ঠ রাউন্ডে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় পঞ্চম রাউন্ডে ৫২ হাজার ৫৯৭ ভোটে এগিয়ে তৃণমূল।
সকাল সাড়ে ১১ টার আপডট অনুযায়ী, ইতিমধ্য়েই নৈহাটিতে ৪৮ হাজার ৯১২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।সিতাই কেন্দ্রে একাদশ রাউন্ডে ১ লক্ষ হাজার ১৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।মাদারিহাটে ষষ্ঠ রাউন্ডে ২৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরে নবম রাউন্ডে ২২ হাজার ৮৭২ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় পঞ্চম রাউন্ডে ১৫ হাজার ৫২৮ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়াতে নবম রাউন্ডে ৮৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
আরও পড়ুন, আজ উপনির্বাচনের ফলপ্রকাশের দিনে জ্বালানির দরে বড় বদল ! পেট্রোল ও ডিজেলের দাম কোথায় কত ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।