পানিহাটি (উত্তর ২৪ পরগণা) : পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী মীনাক্ষী দত্ত। ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। উল্লেখ্য, এবারের উপনির্বাচনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল পানিহাটি এবং ঝালদা। কারণ এই দুই জায়গাতেই খুন হন দুই কাউন্সিলর। তারপরেই উপনির্বাচন ঘোষণা হয়। আর এই দুই জায়গাতেই তৃণমূলের এবং কংগ্রেসের ধারাবাহিকতা বজায় রাখলেন প্রার্থীরা। ভোট গণনা শুরু হতেই সুখবর এল পানিহাটিতে। তৃণমূলের পদপার্থী হয়ে ২২৭৪ ভোটে জয়ী হলেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।  


আরও পড়ুন,


ঝালদায় কংগ্রেসের বড় জয়, ৭৭৮ ভোটে জিতলেন নিহত তপন কান্দুর ভাইপো


বিপুল ভোটে জয়ের পর নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত জানিয়েছেন, 'অনুপম দত্তের পাশে যে মানুষ আছে, তার বহিঃপ্রকাশ আজকে হল।' ২২৭৪ ভোটে জিতবেন আশা করেছিলেন কিনা প্রশ্ন করতেই, তিনি বলেন, 'হ্যাঁ আশা করেছিলাম।' নিহত অনুপম দত্ত ২২০০ ভোটে এর আগে জিতেছিলেন, আর এবার ২২৭৪ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী স্ত্রী মীনাক্ষী দত্ত। এই প্রসঙ্গে মীনাক্ষী দত্ত বলেন, 'সাধারণ মানুষ পাশে আছেন। থাকবে। আর সাধারণ মানুষের পাশে আমি থাকব। এটাই প্রতিশ‌্রুতি।' উল্লেখ্য, অনুপমের মৃত্যুর পরেই তিনি বলেছিলেন, রাজনীতি আসবেন, স্বামীর দেখানো পথেই হাঁটবেন। তাই আজকের এই জয় একটা ইঙ্গিত বহন করছে। মীনাক্ষী দত্তের কথায়, এই জয়টা অনুপমের জয়। আমি শুধু ওর দেখানো পথে চলব।'


প্রসঙ্গত, বাইশের প্রেক্ষাপটে যেকটি 'রাজনৈতিক খুন হয়েছে', তার মধ্যে সবচেয়ে বেশি জল ঘোলা হয়ে পানিহাটি এবং ঝালদা নিয়ে। এর মধ্যে পানিহাটিতে খুন হন তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপম দত্ত। যা নিয়ে এখনও তদন্ত চলছে। অনুপম দত্ত হত্যাকাণ্ডের পরেই স্বাভাবিকভাবেই অভিযোগ আঙুল ওঠে অনেকের দিকেই। তবে উপনির্বাচন ঘোষণা হওয়ার পর পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তকেই ঘাসফুলের তরফে পদপ্রার্থী করা হয়। তবে নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের পথেই যে এগিয়ে চলেছেন, তার জ্বলজ্যান্ত প্রমাণ ২২৭৪ ভোটে তাঁর জয়।