কলকাতা: পায়ে চোট লাগায় ঘরবন্দি অবস্থায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অবস্থায় কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক সারলেন তিনি। আর সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হল। বিশেষ করে কর্মসংস্থান নিয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রীর বাড়িতে বৈঠক চলাকালীন সিদ্ধান্ত গৃহীত হয়। (Mamata Cabinet Meeting)
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। এর পাশাপাশি, উর্দু মাধ্যমের স্কুলে পার্ট টাইম শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো, ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাবও পাস হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। জানা গিয়েছে, ধূপগুড়ি এবং বানারহাট ব্লক নিয়ে তৈরি হবে মহকুমা।
এদিন কালীঘাটে মমতার বাড়িতে ডাকা ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। সেখান থেকে বেরিয়ে তিনি কনস্টেবল নিয়োগের বিষয়টি জানান। ফিরহাদ জানিয়েছেন, মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। এর মধ্যে ৩৬০০ জন মহিলা এবং ৮৪০০ পুরুষ নিয়োগ করা হবে।
কয়েক মাস আগে এ নিয়ে নবান্নেও একদফা বৈঠক হয়। কলকাতা পুলিশে ২৫০০ কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানানো হয় সেই সময়। ওয়েস্ট বেঙ্গল রিক্রুমেন্ট বোর্ড সেই মর্মে পরীক্ষা নেবে বলে জানানো হয়। এবার একেবারে ১২০০০ হাজার কনস্টেবল নিয়োগের কথা জানানো হল।
এর আগে জুলাই মাসে নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও কনস্টেবল নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, কলকাতা পুলিশে ২,৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। বৈঠক শেষে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর ১২ হাজার কনস্টেবল নিয়োগের কথা জানালেন ফিরহাদ।
শারীরিক অসুস্থতার জন্যই এদিন কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন মমতা। এই তাঁর বাড়িতে মন্ত্রিসভার বৈঠক হল। এদিন ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা জানান, তাঁর পায়ে চোট রয়েছে। সংক্রমণও হয়েছে সেখানে। এর ফলে হাঁটাচলা করতে পারছেন না একেবারেই। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
সিকিমে ঘভাঙা বৃষ্টি-বিপর্যয়ের প্রভাব এ রাজ্যেও পড়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কালিম্পঙে। সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। চার জন মন্ত্রীকে নিয়ে বিশেষ টিম গঠন করেছেন তিনি। ১৭ অক্টোবর থেকে ক্যাম্প করে ওই টিম মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।