নয়াদিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে (IND vsAFG) ১৫ ওভার বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপে (ODI World Cup 2023) জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারতীয় দল (Indian Cricket Team)। নাগাড়ে দুই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ঘটনাক্রমে, বুধবার ভারত-আফগানিস্তান ম্যাচের দিন ঘটনাক্রমে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যরও (Hardik Pandya) জন্মদিন ছিল। দলের জয়ের পর সাজঘরে ফিরেই দুর্দান্তভাবে নিজের জন্মদিন উদযাপন করলেন হার্দিক।


বিসিসিআইয়ের তরফে সাজঘরে হার্দিকের জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেখানে হার্দিকের তরফে সকলকে তাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ধন্যবাদ দিতে দেখা যায়। এই জন্মদিন এবং মুহূর্তটা যে তাঁর কাছে বিশেষ অনুভূতির তিনি সেও জানাতে কুন্ঠাবোধ বোধ করেননি। ৩০-এ পা দেওয়া হার্দিক বলেন, 'আমায় শুভেচ্ছাবার্তা জানানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ। গোটা কেরিয়ারে প্রথমবার আমার জন্মদিনে খেলাটা আমার কাছে বিশেষ অনুভূতির। আমায় এত ভালবাসা দেওয়ার জন্য সকল অনুরাগী, সমর্থক এবং আমার সতীর্থদের অনেক অনেক ধন্যবাদ।'


 






অবশ্য ম্যাচ শুরুর আগেও কেক কাটেন হার্দিক। বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে  হার্দিকের জন্য কেকের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও যতীন সপ্রুর সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বঢোদরার অলরাউন্ডার। নিজের জন্মদিনে হার্দিক পাণ্ড্য কিন্তু বেশ ভালই পারফর্ম করেন। রোহিতের ঝোড়ো শতরানে হার্দিক পাণ্ড্য ব্যাটিং করার সুযোগই পাননি। তবে বল হাতে তিনি কিন্তু বেশ ভালই পারফর্ম করেছেন। ৪৩ রান খরচ করে দুইটি উইকেট নিয়েছেন তিনি। অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। একাই ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়া ম্যাচের পর আফগানিস্তানের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি।


লক্ষ্য ছিল ২৭৩। আগের ম্য়াচে ওপেনিং জুটি ফ্লপ করেছিল। গিল না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত-ঈশান জুটি। এই জুটিই সেদিন ব্য়র্থ হলেও এদিন ওপেনিং পার্টনারশিপে ১৫৬ রান তোলে ভারত। ঈশান ৪৭ রানে ফিরে গেলেও রোহিতকে থামাতে পারেননি আফগান বোলাররা। বিধ্বংসী মেজাজে অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করে মাত্র ৬৩ বলে শতরান পূরণ করেন ভারত অধিনায়ক।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই শিশুদের নিয়ে মহৎ উদ্যোগ, সামিল সচিন-মুরলীধরনও