কলকাতা: এবার 'দুর্গারত্ন' পুরস্কারের ঘোষণা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কলকাতা এবং জেলা মিলিয়ে চার পুজো কমিটিকে 'দুর্গারত্ন' পুরস্কার দেওয়ার ঘোষণা। মানুষের বিচারে সেরা চার পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে রাজভবন। পুরস্কারের সূচনা হল এবছর থেকেই। পুরস্কৃত করা হচ্ছে টালা প্রত্যয়, নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং এবং কল্যাণী লুমিনাস ক্লাবকে। চারটি পুজো কমিটিকে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার দেবে রাজভবন। (Durga Ratna)


মঙ্গলবার রাজভবনের তরফে এই ঘোষণা করা হয়। রাজ্যপাল যদিও আগেই 'দুর্গারত্ন' পুরস্কারের ঘোষণা করেন। মানুষের বিচারে সেরা চার পুজোকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছিলেন। সেই মতো মানুষের কাছে মতামত চাওয়া হয়। ইমেল মারফত রাজভবনকে নিজেদের মতামত জানান সকলে। তার ভিত্তিতেই এই চার পুজোকে বেছে নেওয়া হয়েছে বলে খবর। (CV Ananda Bose)


রাজভবন সূত্রে জানা গিয়েছে, চারটি পুজোকে মোট পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে, যা নিজেদের মধ্যে ভাগ করে নেবে তারা। এর পাশাপাশি, মানপত্রও দেওয়া হবে। উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আগে থেকেই অনুদান দেয় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বেছে বেছে সেরা পুজোগুলিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল রাজভবন।


আরও পড়ুন: Durga Puja 2023: বাবুঘাটে ভোর পর্যন্ত প্রতিমা বিসর্জন! আজও তুঙ্গে তৎপরতা


এবারে দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে দেখা গিয়েছে রাজ্যপালকে। শহরের সেরা পুজোগুলি যেমন দেখেছেন, তেমনই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পাড়ার পুজোতেও দেখা যায় রাজ্যপালকে। সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বার্তাও দেন তিনি। সেই নিয়ে কম জলঘোলা হয়নি।


মহাষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজোয় হাজির হন রাজ্যপাল বোস। পাঞ্জাবি-পায়জামায় রীতিমতো বাঙালি সাজে, সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় দেন অঞ্জলিও। সেখানে তাঁকে স্বাগত জানান কুণাল।  মণ্ডপ ঘুরিয়ে দেখানো থেকে পুজোর থিমও বুঝিয়ে দেন। কুণালকে উপহারও দেন রাজ্যপাল। কুণালও তাঁকে উপহার দেন।


কিন্তু সেখানে দাঁড়িয়েই উল্লেখযোগ্য মন্তব্য করেন রাজ্যপাল। তাঁকে বলতে শোনা যায়, "আজ মাকে সাক্ষী রেখে শপথ গ্রহণ করি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, হিংসার বিরুদ্ধে সংগ্রাম চলবে। পুরাণ অনুযায়ী, দুর্নীতি হল রক্তবীজ, আর হিংসা হল নরকাসুর। মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেন এবং মা কালী রক্তবীজকে, আমরাও দুর্নীতিকে শেষ করব। ভগবান কৃষ্ণ যেমন নরকাসুরকে বধ করেছিলেন, হিংসাকে শেষ করব আমরা।"


রাজ্যপালের এই মন্তব্য নিয়ে জলঘওলা হতে সময় লাগেনি। তার পাল্টা কুণাল বলেন, "রাজ্যপাল যা বলেছেন, তা গোটা বিশ্বের প্রেক্ষিতে। তার মধ্যে গাজার হিংসাও রয়েছে। তবে রাজ্যপাল বিজেপি-র হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করলে, আমরা কালো পতাকা দেখআব তাঁকে।"