কলকাতা: উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব। সেই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে পাশাপাশি, যার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। সেই আবহেই এবার রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলেন তিনি। (Ram Mandir Inauguration)


রাজ্যপালের এই চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, "রাজ্যপাল গাঁয়ে মানে না আপনি মোড়লের মতো আচরণ করলেন। কারণ যেখানে আদালত সম্পূর্ণ ভাবে সংহতি মহামিছিলের অনুমতি দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশই সামলাতে পারবে বলেছে, সেখানে রাজ্যপাল ডাক পিওনের ভূমিকা পালন করছেন। বিজেপি যা চাইছে, সেই চিঠি পাঠাচ্ছেন। নিজেকে পোস্টম্যানে পরিণত করেছেন রাজ্যপাল।"


আগামী ২২ উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সেখানে 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে। অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন কেন, এই প্রশ্ন যেমন উঠছে, তেমনই রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানটি আসলে বিজেপি-র রাজনৈতিক প্রচারের মঞ্চে পরিণত হয়েছে বলেও দাবি করছেন বিরোধীরা। 


আরও পড়ুন: Suvendu Adhikari: রামমন্দির উদ্বোধনের দিনই ‘সম্প্রীতি মিছিল’ মমতার, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন নয়, আদালতে শুভেন্দুর আর্জি খারিজ


সেই আবহেই আগামী ২২ জানুয়ারি, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে 'সম্প্রীতি মিছিলে'র ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই ঘোষণা করেন তিনি। বলেন,  "২২ জানুয়ারি একটি মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।"


মমতার এই মিছিলের বিরোধিতা করে, মিছিল পিছনোর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামমন্দির উদ্বোধনের দিন আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী নামানোর আর্জিও জানান তিনি। কিন্তু বৃহস্পতিবার শুভেন্দুর সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। তার পরই মুখ্যসচিবকে চিঠি দিয়ে ব্যবস্থাপনা জানতে চান রাজ্যপাল।


সবিস্তার আসছে