কলকাতা : মাধ্যমিকেও মেধা তালিকাতে নজর কেড়েছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। এবার উচ্চমাধ্যমিকেও ১ থেকে ১০ স্থানে ৯ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। 



  • উচ্চমাধ্যমিকে  প্রথম শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক) এর ছাত্র তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। গ্রেড পার্সেনটাইল ৯৯.২।

  • চতুর্থ স্থান পেয়েছেন নরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়। তিনিও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল (আবাসিক) এর ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। গ্রেড পার্সেনটাইল ৯৮.৪।

  • ষষ্ঠ স্থান পেয়েছেন অর্কদীপ ঘড়া। তিনিও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল (আবাসিক)-এর ছাত্র।  প্রাপ্ত নম্বর ৪৯১। গ্রেড পার্সেনটাইল ৯৮.২।

  • সপ্তম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩ জন।  বিতান সাসমল পেয়েছেন ৪৯০। গ্রেড পার্সেনটাইল ৯৮।  ওই একই স্থানে রয়েছেন অভিরূপ পাল, অর্ক ঘোষ।

  • অষ্টম স্থানে সৈয়দ সাকলাইন কবির। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল (আবাসিক) -এর ছাত্র তিনি। প্রাপ্ত নম্বর ৪৮৯।  গ্রেড পার্সেনটাইল ৯৭.৮।

  • নবম স্থানে সায়ন সাহা, অর্কপ্রতিম দে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল (আবাসিক) -এর ছাত্র । ৯৭.৬ গ্রেড পার্সেনটাইল। 

    উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। এ বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হল পরীক্ষার ৫৭ দিনের মাথায় । এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। ৩১ মে মার্কশিট বিলি। ২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি।  উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন। 
    বেলা ১২.৩০ থেকে দেখা যাচ্ছে এবিপি আনন্দর ওয়েবসাইটে - 
    উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ


  • নজর রাখুন





    বেলা ১২টায়  উচ্চমাধমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  ক্লিক করুন : wb12.abplive.com