কলকাতা: উচ্চ মাধ্যমিকে (Uchcha Madhyamik) প্রথম অদিশা দেবশর্মা (Adisha Debsharma), দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন। জলচক নটেশ্বরী বিদ্যায়তনের সায়নদীপ পেয়েছে ৪৯৭ নম্বর। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ৪ জন। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হুগলি কলেজিয়েট স্কুলের সোহন দাস। উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস, পরিচয় পারি।



  • উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় রহিন সেন

  • উচ্চ মাধ্যমিকে তৃতীয় হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস

  • উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস 

  • উচ্চ মাধ্যমিকে তৃতীয় পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি  

  • ‘প্রথম দশে ১৪৪ জন ছাত্র, ১২৮ জন ছাত্রী’

  • এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,২০, ৮৬২ জন

  • এ বছর পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন

  • পাসের হার ৮৮.৪৪ শতাংশ

  • ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি


উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হল। বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে । স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন। আজই এবিপি আনন্দর সাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৮.৪৪ শতাংশ । ছাত্রদের পাসের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬. ৯৮ শতাংশ। ৪৯৮ পেয়ে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা । দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত পেয়েছে ৪৯৭ । ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে আছে তিনজন পড়ুয়া। 


আরও পড়ুন: WB HS Results 2022: এবছর উচ্চ মাধ্যমিকে কত শতাংশ ছাত্রছাত্রী পাশ করল?


আরও পড়ুন: HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন