WB HS Results 2022 LIVE: অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন wb12.abplive.com -এ

West Bengal HS Result 2022 LIVE: সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।

abp ananda Last Updated: 10 Jun 2022 06:01 PM
WB HS Results 2022 LIVE: কোচবিহার থেকে উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ২২

মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, সাফল্যের হারে বরাবর নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর। একইভাবে ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যবাসীর নজর কেড়ে নিল কোচবিহার জেলা। উচ্চ মাধ্যমিকের ফলাফলে এখানকার ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা করে নিল জেলার ২২ জন ছাত্র-ছাত্রী। এনিয়ে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল।

WBCHSE HS Results 2022: ২০২৩-এর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ

২০২৩-এর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ। পরীক্ষা হবে হোম ভেন্যুর বাইরে, পূর্ণাঙ্গ সিলেবাসে। ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

WB HS Results 2022 LIVE: এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭,২০, ৮৬২ জন। যত সংখ্যক ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজের নাম নথিভুক্ত করেছিল। তাঁদের মধ্যে ৯৬.৮ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এ বছর পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।

WBCHSE HS Results 2022: সিনেমা দেখতে পছন্দ করেন দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ

১২ ঘণ্টা পড়তেন, প্রিয় মার্ভেল অ্যাভেঞ্জারস আর ক্রিকেট। এত নম্বর আশা করেননি দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ।

WB HS Results 2022 LIVE: ডাক্তার হতে চান কাজী সামিম আহসান

প্রথম শ্রেণি থেকে যা পরিশ্রম করেছিলাম। তার ফল এল। বললেন, সপ্তম কাজী সামিম আহসান। ডাক্তার হতে চান সামিম।

WBCHSE HS Results 2022: পাশ করা সবাইকেই শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। ট্যুইটে তিনি লিখেছেন, জেলার ছাত্রছাত্রীরা দারুণ ফল করেছেন। শহরের পরীক্ষার্থীরাও গর্বিত করেছেন। অভিভাবক, শিক্ষক, স্কুলকে অভিনন্দন। খুব দ্রুত ফল প্রকাশ করা হয়েছে। আগামী বছরের পরীক্ষাসূচিও প্রকাশ করা হয়েছে। এবার যাঁদের ফল ভাল হল না, আশা করি, তাঁরা আগামীদিনে ভাল ফলের জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন।

WB HS Results 2022 LIVE: বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের কাজি শামিম এহসান যুগ্ম সপ্তম স্থানাধিকারী

উচ্চ মাধ্যমিকে সপ্তম বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র কাজি শামিম এহসান।

WBCHSE HS Results 2022: অনলাইনে রেজাল্ট জানা যাবে wb12.abplive.com -এ

বেলা বারোটা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে রোল ও নম্বর দিলেই ফল জানতে পারছেন পরীক্ষার্থীরা। 

WB HS Results 2022 LIVE: প্রতিরক্ষা ক্ষেত্রে যোগ দিতে চান অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস

আপাতত কমার্স নিয়ে পড়তে চান। তবে জীবনের বড় স্বপ্ন প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করার, বললেন সৌভিক। 

WBCHSE HS Results 2022: বাঁকুড়ায় পড়াশোনার পরিবেশ ভাল, বললেন পঞ্চম স্থানাধিকারী সোমনাথ

ভূগোল, ইতিহাস, সংস্কৃত নিয়ে উচ্চমাধ্যমিকে পড়েছেন পঞ্চম স্থানাধিকারী সোমনাথ পাল।

WB HS Results 2022 LIVE: দুরন্ত সাফল্য পূর্ব বর্ধমানের অভীক দাসের

মাধ্যমিকে দ্বিতীয়, উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানে। দুরন্ত সাফল্য পূর্ব বর্ধমানের অভীক দাসের। 

WBCHSE HS Results 2022: অনলাইনে পড়াশোনায় সমস্যা হয়েছিল, বললেন সূর্যানি

অনলাইনে পড়াশোনার জন্য সমস্যা হয়েছিল। জানালেন সপ্তম স্থানাধিকারী সূর্যানি মন্ডল। 

WB HS Results 2022 LIVE: কমার্স নিয়ে পড়তে চান সৌভিক দাস

কমার্স নিয়ে পড়তে চান অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস।

WBCHSE HS Results 2022: খেলাধূলার জন্যও সময় দিতেন সৌভিক

অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস। পড়াশোনা করেছেন, তার সঙ্গেই সকালে সময় দিতেন খেলাধূলায়।

WB HS Results 2022 LIVE: শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শুভেচ্ছাবার্তা জানান তিনি।

WBCHSE HS Results 2022: পড়াশোনার সঙ্গেই সমান তালে নাচ-গানের তালিম নিয়েছেন অদিশা

পড়াশোনার পাশাপাশি নাচ ও গানেও সমান পারদর্শী অদিশা। পড়াশোনা ও নাচ-গান সমান তালেই করেছেন, বললেন অদিশা।

WB HS Results 2022 LIVE: অঙ্ক ভালবাসেন প্রথম স্থানাধিকারী অদিশা দেবশর্মা

অঙ্ক ভালবাসেন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অদিশা দেবশর্মা। অঙ্ক বা ইঞ্জিনিয়ারিং কোনও একটি বেছে নিতে চান তিনি।

WBCHSE HS Results 2022: ডাক্তারি পড়তে চান তৃতীয় স্থানাধিকারী অভীক দাস

কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস তৃতীয় স্থানে রয়েছেন। ডাক্তারির প্রবেশিকার প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

WB HS Results 2022 LIVE: অর্থনীতি ও রাশিবিজ্ঞান পড়তে চান রহিন সেন

অর্থনীতি ও রাশিবিজ্ঞান নিয়ে পড়তে চান তৃতীয় স্থানাধিকারী রহিন সেন।  

WBCHSE HS Results 2022: ছাত্রদের পাশের হার ছাত্রীদের তুলনায় বেশি

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬. ৯৮ শতাংশ।

WB HS Results 2022 LIVE: দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের একাধিক পড়ুয়া প্রথম দশে

দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের একাধিক পড়ুয়াও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায়

WBCHSE HS Results 2022: উচ্চমাধ্যমিকে যুগ্ম তৃতীয় চার জন

৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। এবারের উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় রহিন সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস এবং পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি।

WB HS Results 2022 LIVE: মেধাতালিকায় জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের একাধিক পড়ুয়া

পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন থেকে একাধিক পড়ুয়া উচ্চ মাধ্যমিকের প্রথম দশ স্থানের মেধাতালিকায়।

WBCHSE HS Results 2022: জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ৩ জন চতুর্থ স্থানে

জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ৩জন চতুর্থ স্থানাধিকারী হলেন সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্যা।

WB HS Results 2022 LIVE: চতুর্থ স্থানে তিনজনই এক স্কুল থেকে

চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের।

WBCHSE HS Results 2022: দশম স্থানে ৬৯ জন

দশম স্থানে রয়েছেন ৬৯ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

WB HS Results 2022 LIVE: নবম স্থানে রয়েছেন ৫৪ জন

নবম স্থানে রয়েছেন ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। ৯৮ শতাংশ নম্বর।

WBCHSE HS Results 2022: অষ্টম স্থানাধিকারী ৫৫ জন

অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১।

WB HS Results 2022 LIVE: সপ্তম স্থানে ৩৭ জন

উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২। 

WBCHSE HS Results 2022: মেধাতালিকায় ষষ্ঠ হয়েছেন ৩২ জন

ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন।

WB HS Results 2022 LIVE: মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন।

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।

WBCHSE HS Results 2022: তৃতীয় স্থানে ৪, চতুর্থ স্থানে ৮

উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। চতুর্থ হয়েছে আট জন।

WB HS Results 2022 LIVE: উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সায়নদীপ সামন্ত

দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত।

WBCHSE HS Results 2022: প্রথম অদিশা দেবশর্মা, প্রাপ্ত ৪৯৮

প্রথম অদিশা দেবশর্মা। দিনহাটা সনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া। মোট প্রাপ্ত নম্বর ৪৯৮।

WB HS Results 2022 LIVE: উচ্চমাধ্যমিকে প্রথম দশে ২৭২ জন

প্রথম দশে ২৭২ জন। ছাত্র ১৪৪, বাকিরা ছাত্রী

WBCHSE HS Results 2022: ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক শুরু ১৪ মার্চ

পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ, পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। পরের বার পুরো সিলেবাসে পরীক্ষা।

WB HS Results 2022 LIVE: ২০ জুন থেকে মার্কশিট ও সার্টিফিকেট

২০ জুন থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। অনলাইনে আজ ১২টা থেকেই মার্কশিট

WBCHSE HS Results 2022: ৭টি জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি

২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।

WB HS Results 2022 LIVE: মোট পাশের হার ৮৮ শতাংশ

এই বছর মোট পাশের হারে ৮৮.৪৪%. ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের উপর।  

WBCHSE HS Results 2022: মোট পরীক্ষার্থী সাত লক্ষের উপর

এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,২০, ৮৬২ জন

WB HS Results 2022 LIVE: ২০ জুন থেকে ৫ জুলাই রিভিউ ও স্ক্রুটিনি

২০ জুন থেকে ৫ জুলাই রিভিউ ও স্ক্রুটিনির সময়

WBCHSE HS Results 2022: ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি

এই বছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। 

WB HS Results 2022 LIVE: প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল

শুরু উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের সাংবাদিক বৈঠক।

WBCHSE HS Results 2022: ১১টায় ফলপ্রকাশ, ১২টা থেকে অনলাইনে রেজাল্ট

১১টায় সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। তারপরে ১২টা থেকে অনলাইনে বাড়ি বসেই দেখা যাবে ফল। 

WB HS Results 2022 LIVE: আর ঘণ্টাখানেক পরেই উচ্চমাধ্যমিকের ফল

আর কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে।

WBCHSE HS Results 2022: পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ

২০২০ সালে করোনার জন্য শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে ২০২১-এ পরীক্ষা হয়নি। এই বছর প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। 

WB HS Results 2022 LIVE: শুধুমাত্র রোল ও নম্বর দিয়েই অনলাইনে মিলবে ফল

এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com -এ গিয়ে রোলের বক্সে প্রথম ছ'টি সংখ্যা বসাতে হবে। তার পর নম্বরের বক্সে বসাতে হবে বাকি চারটি সংখ্যা। তাহলেই দেখতে পাবেন ফল। ১২টার পর পাওয়া যাবে ফল। 

WBCHSE HS Results 2022: ফল জানতে চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে

উচ্চমাধ্যমিকের ফল জানতে চোখ রাখুন wbbse.wb.gov.in এবং  wbresults.nic.in ওয়েবসাইটে। এ ছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com-এও ফল জানতে পারবেন পড়ুয়ারা। 

WB HS Results 2022 LIVE: বিভিন্ন পদ্ধতিতে জানা যাবে উচ্চমাধ্যমিক

SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফল জানা যাবে বলে জানানো হয়।

WBCHSE HS Results 2022: দুপুর ১২টায় অনলাইনে পাওয়া যাবে রেজাল্ট

আগে ঠিক ছিল যে, বেলা সাড়ে ১১টা থেকেই অনলাইন ফল দেখা যাবে। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে সময়সূচিতে বদলের ঘোষণা করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইন উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে।’ 

WB HS Results 2022 LIVE: প্রকাশিত হবে প্রথম দশের মেধাতালিকা

আজ সকালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সামগ্রিক ফল এবং প্রথম ১০ জনের মেধা তালিকা ঘোষণা করবে। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com -এ রোল এবং নম্বর দিলেই জানা যাবে ফল।

WBCHSE HS Results 2022: আজ ফলপ্রকাশ, স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন

স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন। শুক্রবারই এবিপি আনন্দর সাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা (WB HS Results 2022)।

WB HS Results 2022 LIVE: আজ সকাল ১১টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

শুক্রবার, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE Board 12th Result 2022)। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে সামগ্রিক ফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে।

WBCHSE HS Results 2022: পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ

করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর প্রথমবার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক (West Bengal Board 12th Result) পরীক্ষার্থীরা। 

WB HS Results 2022 LIVE: এবিপি আনন্দর ওয়েবসাইটেও পাওয়া যাবে মার্কশিট

পড়ুয়াদের স্বার্থে নির্ধারিত সময়ের আগে এবার ফল প্রকাশ করা হচ্ছে। প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট ছাপানো সময়সাপেক্ষ ব্যাপার।  সে ক্ষেত্রে এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট।  ডাউনলোড করা মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। 

WB HS Results 2022: স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন

আজ সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধা তালিকা। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট। পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন ২০ জুন। 

WBCHSE HS Results 2022: সকাল ১১টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আজ সকাল ১১টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে।

প্রেক্ষাপট

কলকাতা: শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। আর এক সপ্তাহের মাথায় উচ্চ মাধ্যমিকের (WB Uccha Madhyamik Result 2022) ফল প্রকাশিত হতে চলেছে। আজ সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধা তালিকা। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।               



পরীক্ষার্থীরা মার্কশিট (Marksheet) পাবেন ২০ জুন। করোনার হানায় ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক (WBCHSE Result 2022 Class 12)। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর প্রথমবার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক (West Bengal Board 12th Result) পরীক্ষার্থীরা। এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। মাধ্যমিকের ফল প্রকাশের দিনই স্কুল থেকে মার্কশিট পেয়েছে পরীক্ষার্থীরা। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার প্রায় ১০ দিন পর, ২০ জুন পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন।


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে,  পড়ুয়াদের স্বার্থে নির্ধারিত সময়ের আগে এবার ফল প্রকাশ করা হচ্ছে। প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট ছাপানো সময়সাপেক্ষ ব্যাপার। সে ক্ষেত্রে এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট। ডাউনলোড করা মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।


উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে চোখ রাখুন-  wb12.abplive.com

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.