WB HS Results 2022 LIVE: অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন wb12.abplive.com -এ

West Bengal HS Result 2022 LIVE: সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।

abp ananda Last Updated: 10 Jun 2022 06:01 PM

প্রেক্ষাপট

কলকাতা: শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। আর এক সপ্তাহের মাথায় উচ্চ মাধ্যমিকের (WB Uccha Madhyamik Result 2022) ফল প্রকাশিত হতে চলেছে। আজ সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা...More

WB HS Results 2022 LIVE: কোচবিহার থেকে উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ২২

মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, সাফল্যের হারে বরাবর নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর। একইভাবে ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যবাসীর নজর কেড়ে নিল কোচবিহার জেলা। উচ্চ মাধ্যমিকের ফলাফলে এখানকার ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা করে নিল জেলার ২২ জন ছাত্র-ছাত্রী। এনিয়ে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল।