কলকাতা: উচ্চ মাধ্যমিক ২০২২ সালের ফল প্রকাশিত হল আজ। প্রকাশিত হয়েছে প্রথম থেকে দশম স্থানাধিকারী মোট ২৭২ জনের মেধাতালিকা। এদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মোট চারজন। তাঁদের অন্যতম কলকাতা থেকে পাঠভবন স্কুলের রহিন সেন। কী বলছেন তিনি?


উচ্ছ্বসিত রহিন


উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করে কলকাতায় প্রথম পাঠভবন স্কুলের ছাত্র রহিন সেন। সাংবাদিকদের প্রশ্নের জবাব পড়ুয়া বলেন, 'একেবারেই এতটা ভাল ফল প্রত্যাশা করিনি। ভেবেছিলাম খুব বেশি হলে ৯০ শতাংশ পাব।'


টেস্টে কেমন রেজাল্ট করেছিল রোহিন? প্রশ্ন শুনে অকপট জবাব, 'টেস্টে ঠিকঠাক ফল করেছিলাম, খুব একটা ভাল করতে পারিনি। তৃতীয় হব একেবারেই ভাবিনি।'


ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা? 'রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। আমি এরপর ইকোনমিক্স ও স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাই। আমার দ্বাদশেও ইকো-স্ট্যাট-ম্যাথ এই কম্বিনেশনই ছিল।' এত ভাল রেজাল্টের জন্য মা বাবার সঙ্গে পাঠভবন স্কুল, টিউশনের শিক্ষক-শিক্ষিকা সকলকেই ধন্যবাদ দিলেন রহিন। বন্ধুদের কথাও ভোলেনি রহিন। 


আরও পড়ুন: WB HS Results 2022: পথশিশুদের জন্য কাজ করতে চায় উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অদিশা


ছাত্র-ছাত্রীদের পাশের হার


চলতি বছরে উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭,২০, ৮৬২ জন। তার মধ্যে এই বছর পাশ করেছেন মোট ৬,৩৬,৮৭৫ জন। শতাংশের বিচারে যা খুবই ভাল, ৮৮.৪৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। উচ্চ মাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার কম। এবারে ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ। 


সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ 


উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com


অন্যদিকে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় এবার এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে ২৮২ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ১৪৪ জন ছাত্র এবং ১২৮ জন ছাত্রী। তবে উচ্চ মাধ্যমিকে একক প্রথম হয়েছেন ৪৯৮ পেয়ে কোচবিহারের অদিশা দেবশর্মা।