WB Live News Update: ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা

WB Live News Update Today: UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স-ও স্থগিত। আগের রাতে তড়িঘড়ি স্থগিতের ঘোষণা। প্রবেশিকার পবিত্রতা রক্ষার কারণ দেখাল কেন্দ্র।

ABP Ananda Last Updated: 23 Jun 2024 11:47 PM

প্রেক্ষাপট

কলকাতা: একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে সরিয়ে দেওয়া হল NTA-র DG-কে। তাঁকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে। এদিকে NEET, UGC NET থেকে CSIR UGC NET পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্ন...More

WB News Live Update: ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা

৫ দিনে ৫ বার। ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা। গতকাল বনগাঁর ঠাকুরপল্লিতে বেধড়ক মারধর করা হল এক ভবঘুরেকে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, রবিবার দুপুরে গাইঘাটায় ছেলেধরা সন্দেহে যুবককে পুলিশের সামনেই গণপিটুনি দিল উত্তেজিত জনতা। কিন্তু গুজবের জেরে কেন বারবার আইন হাতে তুলে নিচ্ছে স্থানীয়রা?
বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সচেতনতামূলক প্রচার চালালেন এলাকার তৃণমূল কাউন্সিলর।