WB Live News Update: ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা
WB Live News Update Today: UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স-ও স্থগিত। আগের রাতে তড়িঘড়ি স্থগিতের ঘোষণা। প্রবেশিকার পবিত্রতা রক্ষার কারণ দেখাল কেন্দ্র।
৫ দিনে ৫ বার। ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা। গতকাল বনগাঁর ঠাকুরপল্লিতে বেধড়ক মারধর করা হল এক ভবঘুরেকে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, রবিবার দুপুরে গাইঘাটায় ছেলেধরা সন্দেহে যুবককে পুলিশের সামনেই গণপিটুনি দিল উত্তেজিত জনতা। কিন্তু গুজবের জেরে কেন বারবার আইন হাতে তুলে নিচ্ছে স্থানীয়রা?
বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সচেতনতামূলক প্রচার চালালেন এলাকার তৃণমূল কাউন্সিলর।
কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ। টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউটাউনে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হাতিশালার তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলার অভিযোগ। ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করিনি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
এবিপি আনন্দে ফাঁস হল প্রশ্নফাঁসকাণ্ডের পাটনা মডিউল! পরীক্ষার আগের রাতে প্লে স্কুলে আনা হয়েছিল ১৫-২০ জন পরীক্ষার্থীকে। ছাদে পোড়ানো হয়েছিল প্রশ্নপত্রও। এবিপি আনন্দে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন প্রশ্নফাঁসকাণ্ডে সন্দেহভাজন।
এবিপি আনন্দে ফাঁস হল প্রশ্নফাঁসকাণ্ডের পাটনা মডিউল! পরীক্ষার আগের রাতে প্লে স্কুলে আনা হয়েছিল ১৫-২০ জন পরীক্ষার্থীকে। ছাদে পোড়ানো হয়েছিল প্রশ্নপত্রও। এবিপি আনন্দে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন প্রশ্নফাঁসকাণ্ডে সন্দেহভাজন।
তপনে গৃহবধূকে নৃশংস খুন, দেহ টুকরো টুকরো করে চাষের জমিতে লোপাটের চেষ্টা! ট্রাক্টরের রোটারে মৃতদেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে!
বীরভূমে তৃণমূল জিতলেও, নানুর বিধানসভার যে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে, সেখানে, বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের নাম, ফোন নম্বর, পরিবারে কতজন সদস্য় প্রভৃতি তথ্য় সংগ্রহের নির্দেশ দিলেন কাজল শেখ। ইতিমধ্য়েই সার্ভে করতে শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। কিন্তু, ভোটারদের ব্য়ক্তিগত তথ্য় কীভাবে সংগ্রহ করতে পারে তৃণমূল? প্রশ্ন তুলেছে বিরোধীরা।
পানীয় জলের অভাবের অভিযোগ। সিউড়িতে ধন্য়বাদজ্ঞাপন সভার মধ্যেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের অভাব। এমনকী, জলের অভাবে প্রাইমারি স্কুলে রান্না বন্ধ হওয়ার জোগাড়! এদিকে, সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূল ভাল ফল করায়, ধন্য়বাদজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।
বীরভূমে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু। নলহাটি স্টেশনের অদূরে, রেললাইন থেকে উদ্ধার হয়েছে গলাকাটা মৃতদেহ। মৃত্য়ুর নেপথ্য়ে রহস্য় রয়েছে বলে মনে করেছে বিজেপি। যদিও পরিবারের অনুমান, ঋণের জেরে আত্মহত্য়া করেছেন ওই ব্য়ক্তি।
রাজ্য ফের গ্রেফতার এক সন্দেহভাজন জঙ্গি। কাঁকসা থেকে এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF. তদন্তকারীদের দাবি, ধৃত মহম্মদ হাবিবুল্লা আল কায়েদার শাখা সংগঠন শাহাদাত নামে এক জঙ্গি সংগঠনের প্রধান। ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বারাসাতের কাজিপাড়ায় নাবালককে খুনে নতুন তথ্য। 'ভাইপোকে খুনের পর নজর ঘোরাতে ছেলেধরা গুজব রটায় জেঠু, পুলিশকে বিভ্রান্ত করতে পরিকল্পনামাফিক ছেলেধরা গুজব ছড়ায় অভিযুক্ত জেঠু', পারিবারিক বিবাদের জেরে নাবালক ভাইপোকে খুন, জেরায় স্বীকারোক্তি ধৃতে, দাবি পুলিশের।
বিহারে সিবিআইয়ের ওপর হামলা। ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০-৩০০ জনের। বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা। গ্রেফতার ৪।
পঞ্চায়েত, লোকসভার পর সমবায় ভোটেও তপ্ত নন্দীগ্রাম। প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী বিজেপি। ১২টি আসনের মধ্যে ১১টিতে জয়ী বিজেপি, তৃণমূলের ১। ভোটের ফল ঘোষণা হতেই তুলকালাম। গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। অভিযুক্ত বিজেপি কর্মীকে কার্যত ছিনিয়ে নেওয়া হল পুলিশের কাছ থেকে।
দুর্গাপুরে মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, গ্রেফতার ২। ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার পুলিশের, এখনও অধরা ২ অভিযুক্ত। প্রতিবাদে দুর্গাপুর নিউটাউনশিপ থানায় ডেপুটেশন, বিক্ষোভ অগ্নিমিত্রাদের। পাল্টা থানা চত্বরেই অগ্নিমিত্রাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের। 'মদের ঠেকের প্রতিবাদ করায় মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাব দলেরই ৪ কর্মীর', অপমানে আত্মহত্যার চেষ্টা মহিলা তৃণমূল কর্মীর, দাবি পরিবারের।
দুর্গাপুরে মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, গ্রেফতার ২। ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার পুলিশের, এখনও অধরা ২ অভিযুক্ত। প্রতিবাদে দুর্গাপুর নিউটাউনশিপ থানায় ডেপুটেশন, বিক্ষোভ অগ্নিমিত্রাদের। পাল্টা থানা চত্বরেই অগ্নিমিত্রাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের। 'মদের ঠেকের প্রতিবাদ করায় মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাব দলেরই ৪ কর্মীর', অপমানে আত্মহত্যার চেষ্টা মহিলা তৃণমূল কর্মীর, দাবি পরিবারের।
দুর্গাপুরে মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, গ্রেফতার ২। ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার পুলিশের, এখনও অধরা ২ অভিযুক্ত। প্রতিবাদে দুর্গাপুর নিউটাউনশিপ থানায় ডেপুটেশন, বিক্ষোভ অগ্নিমিত্রাদের। পাল্টা থানা চত্বরেই অগ্নিমিত্রাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের। 'মদের ঠেকের প্রতিবাদ করায় মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাব দলেরই ৪ কর্মীর', অপমানে আত্মহত্যার চেষ্টা মহিলা তৃণমূল কর্মীর, দাবি পরিবারের।
দক্ষিণ দিনাজপুরের তপনে গৃহবধূকে নৃশংস খুন। খুনের পর ট্রাক্টরের রোটারে মৃতদেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে! ১৮ জুন থেকে নিখোঁজ তপনের রামচন্দ্রপুরের বাসিন্দা সুলেখা খাতুন। ২১ জুন তপনের রাখালচন্দ্রপুরে চাষের জমি থেকে বেশকিছু দেহাংশ, জুতো উদ্ধার। উদ্ধার জুতো মায়েরই বলে চিহ্নিত করেন ছেলে, পুলিশ সূত্রে খবর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ।
গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে ঢুকে মারধরের ঘটনায় ৪ তৃণমূল কর্মী গ্রেফতার। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত। রাজপুর-সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের অফিসে চড়াও হন তৃণমূলের কয়েকজন কর্মী। ভাঙচুর চালানো হয় অফিসের মধ্যে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তৃণমূলের দুই কর্মী। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলার নেপথ্য়ে ঠিক কী কারণ, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানা।
সিঙ্গুরে সমবায় ভোটেও সম্মুখসমরে তৃণমূল-বাম। তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগ। বাধা দিলে বাম সমর্থিত প্রার্থীকেও মারধরের অভিযোগ। ছাপ্পা ভোট, মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
নিটের প্রশ্নফাঁসকাণ্ডে পাটনা মডিউলের পর্দাফাঁস। 'পরীক্ষার আগে পড়ুয়াদের হস্টেলে বসে প্রশ্ন বিলি! উত্তর মুখস্থ করিয়ে প্রমাণ লোপাটে ছাদে গিয়ে প্রশ্নপত্রে আগুন। প্রমাণ লোপাটে পুড়িয়ে দেওয়া হয় প্রশ্নপত্র। প্রশ্নফাঁস চক্রের সেফ হাউসে পরিণত হয়েছিল পাটনার হস্টেল', এবিপি আনন্দে কবুল হস্টেলের বাসিন্দা আশুতোষের। ষড়যন্ত্রের কথা টেরই পাননি বলে দাবি বাড়ি মালিকের
নিটের প্রশ্নফাঁসকাণ্ডে পাটনা মডিউলের পর্দাফাঁস। 'পরীক্ষার আগে পড়ুয়াদের হস্টেলে বসে প্রশ্ন বিলি! উত্তর মুখস্থ করিয়ে প্রমাণ লোপাটে ছাদে গিয়ে প্রশ্নপত্রে আগুন। প্রমাণ লোপাটে পুড়িয়ে দেওয়া হয় প্রশ্নপত্র। প্রশ্নফাঁস চক্রের সেফ হাউসে পরিণত হয়েছিল পাটনার হস্টেল', এবিপি আনন্দে কবুল হস্টেলের বাসিন্দা আশুতোষের। ষড়যন্ত্রের কথা টেরই পাননি বলে দাবি বাড়ি মালিকের
বারাসাত, অশোকনগরের ছায়া এবার বনগাঁয়। ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপ্রহার। বনগাঁর ঠাকুর পল্লিতে চাঞ্চল্য, গণপিটুনির ঘটনায় গ্রেফতার ২।
কাল থেকে শুরু সংসদের অধিবেশন। প্রশ্নফাঁসকাণ্ডে একযোগে সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। লোকসভার তৃতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূলের কাছে সংসদ বিষয়কমন্ত্রী। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ কিরেণ রিজিজুর। নিটে বিরাট দুর্নীতি, আমরা ছাড়ব না, হুঁশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
সংসদে আলোচনার দাবি জানাব, বললেন সুদীপ
গড়িয়া স্টেশন এলাকায় তৃণমূল কাউন্সিলরের অফিসে ঢুকে মারধরের ঘটনায় ৪ তৃণমূল কর্মী গ্রেফতার। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত। রাজপুর-সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের অফিসে চড়াও। হন তৃণমূলের কয়েকজন কর্মী। ভাঙচুর চালানো হয় অফিসের মধ্যে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তৃণমূলের দুই কর্মী। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পর এবার প্রশ্নফাঁসের জাল মহারাষ্ট্রেও! মহারাষ্ট্রের লাতুর থেকে এটিএসের হাতে পাকড়াও ২ শিক্ষক। এই ২ শিক্ষকের একজন লাতুর ও অন্যজন সোলাপুরের জেলা পরিষদ স্কুলে কর্মরত ছিলেন। ২ শিক্ষকই লাতুরে নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের জেইই ও নিটের প্রশিক্ষণ দিতেন। এই ২ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে তথ্য বার করার চেষ্টা চালাচ্ছে এটিএস। এর আগে প্রশ্নফাঁস কাণ্ডে বিহার থেকে ১৩ জন ও ঝাড়খণ্ডের দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছি।
বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্য়ু হল এক হোমিওপ্য়াথি ডাক্তারের। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মোহনপুর চকে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। মোটরবাইকে চড়ে, মেদিনীপুর থেকে পিংলা যাচ্ছিলেন তিনি। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, রাস্তায় লাল সিগন্য়াল দেখে তিনি দাঁড়িয়ে যান। তখনই পিছন থেকে ধাক্কা মারে বালি বোঝাই ডাম্পার। দুর্ঘটনার পরই মৃতদেহ আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় ডাম্পারটিতে
প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড অমিত আনন্দর ফ্ল্যাটে মিলল বেশ কিছু ব্যাঙ্কেরএটিএম কার্ড। অমিত আনন্দর ফ্ল্যাটে মিলেছে বেশ কিছু ব্যাঙ্কের পাসবুকও। অ্য়াকাউন্ট নম্বর লেখা বেশ কিছু চেকও মিলেছে অমিত আনন্দর ফ্ল্যাটে, খবর সূত্রের। মিলেছে প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, অ্যাডমিট কার্ড।
প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে জোর সিবিআইয়ের। বিহারের পাটনা ও ঝাড়কণ্ডের দেওঘরে ধৃতদের আজ আদালতে পেশ। মোট ১৯ জন অভিযুক্তকে আজ পেশ করা হবে আদালতে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এনটিএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে চায় সিবিআই
বিহার, ঝাড়খণ্ডের পর এবার প্রশ্নফাঁসের জাল মহারাষ্ট্রেও! মহারাষ্ট্রের নানদেড় থেকে এটিএসের হাতে পাকড়াও ২ শিক্ষক। এই ২ শিক্ষকের একজন লাতুর ও অন্যজন সোলাপুরের জেলা পরিষদ স্কুলে কর্মরত ছিলেন। ২ শিক্ষকই লাতুরে নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের জেইই ও নিটের প্রশিক্ষণ দিতেন। এই ২ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে তথ্য বার করার চেষ্টা চালাচ্ছে এটিএস। এর আগে প্রশ্নফাঁস কাণ্ডে বিহার থেকে ১৩ জন ও ঝাড়খণ্ডের দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল
রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? দুর্গাপুরের কাঁকসা থেকে শনিবার মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটাই দাবি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। ধৃত ব্যক্তি মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। কাঁকসা থানায় হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর একটি মডিউল বাংলাদেশ ও বাংলায় সক্রিয়। শাহাদত নামে সেই মডিউলের প্রধান বা আমীর হিসাবে কাজ করতেন হাবিবুল্লা। কাঁকসায় তার বাড়ি থেকেই হাবিবুল্লাকে গ্রেফতার করে এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, এই মডিউলের সদস্যরা নিজেদের মধ্যে বিশেষভাবে সুরক্ষিত বা এনক্রিপটিক মেসেজ ব্যবস্থার মাধ্যমে কথা বার্তা বলতেন। সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা-র সঙ্গে যোগাযোগে থাকা আনসার আল ইসলামের মডিউল ভারত ও বাংলাদেশে নাশকতামূলক কাণ্ড ঘটাবে বলেই গোপণে কাজ করছিল বলে মনে করছে এসটিএফ।
পরীক্ষায় না বসে, ফর্ম ফিল আপ না করেই সরকারি চাকরিতে নিয়োগ! সরকারি ওয়েবসাইটে সফলদের তালিকায় তাঁর নাম, দাবি মালদার যুবক গোলাম সিদ্দিকির
চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের যুবকের। চাঁচলের এক প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়েছিলেন ওই শিক্ষক, দাবি অভিযোগকারীর
২৪ ঘণ্টা হয়ে গেছে, এখনও গার্স্টিন প্লেসের এই বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া। কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে, রাত ভর কাজ করেছেন দমকল কর্মীরা
এখনও আগুনের উৎসে পৌঁছনো সম্ভব হয়নি। ১০০ বছরের পুরনো বাড়িটি যেকোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার জন্য় খবর দেওয়া হয়েছে পুরকর্মীদের। গতকাল ভোর রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে গার্স্টিন প্লেসের এই পুরনো বাড়িতে। একটি ঘরে মজুত ছিল রাসায়নিক, ফলে দোতলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে
নিট ও নেট বিতর্কে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু করল কেন্দ্র। কার্যকর হল পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস হলে, রয়েছে কড়া শাস্তির সংস্থান। ফেব্রুয়ারি মাসে আইন পাস হলেও তা লাগু হতে কেন এত দেরি? প্রশ্নের মুখে মোদি সরকার।
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগ ঘিরে দেশজুড়ে হূলস্থূল চলছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে PhD এবং কলেজে নিয়োগের পরীক্ষা UGC NET বাতিল করতে হয়েছে। স্থগিত হয়ে গেছে CSIR UGC NET-ও। পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয়েছে NEET PG-ও। এবার NEET-UG-তে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির তদন্তভার দেওয়া হল CBI-কে। দেশজুড়ে গন্ডগোলের মুখে এবার পরীক্ষা নিয়ামক সংস্থা ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ডিজি-কে সরিয়ে দিল কেন্দ্র। NTA-র ডিজি সুবোধকুমার সিংকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। সূত্রের দাবি, NTA-র ডিজি সুবোধকুমার সিংয়ের বিরুদ্ধে কেন্দ্রকে ভুল তথ্য় দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৮ তারিখ একটি সাংবাদিক বৈঠক করে তিনি পরীক্ষায় দুর্নীতির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।
প্রশ্ন ফাঁস। এবার NEET-UG তদন্তে CBI। UGC NET-এর পর এবার NEET-UG তদন্তে CBI। নতুন আইনে NEET-UG কেলেঙ্কারির তদন্তে CBI। ৫ মে হয়েছিল NEET-UG এন্ট্রান্স, ৪ জুন রেজাল্ট। লক্ষ লক্ষ টাকায় প্রশ্ন ফাঁস, কেলেঙ্কারির তদন্তে CBI। পরীক্ষার্থীদের কথা ভেবেই CBI, জানাল।
একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে সরিয়ে দেওয়া হল NTA-র DG-কে। তাঁকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে। এদিকে NEET, UGC NET থেকে CSIR UGC NET পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর, শেষ মুহূর্তে NEET PG স্থগিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই পরীক্ষা হওয়ার কথা ছিল রবিবারই। এদিকে, UGC NET-এর পর এবার NEET-UG-তে প্রশ্ন ফাঁসের অভিযোগেরও তদন্ত করবে CBI, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে সরিয়ে দেওয়া হল NTA-র DG-কে। তাঁকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে। এদিকে NEET, UGC NET থেকে CSIR UGC NET পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর, শেষ মুহূর্তে NEET PG স্থগিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই পরীক্ষা হওয়ার কথা ছিল রবিবারই। এদিকে, UGC NET-এর পর এবার NEET-UG-তে প্রশ্ন ফাঁসের অভিযোগেরও তদন্ত করবে CBI, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
প্রেক্ষাপট
কলকাতা: একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে সরিয়ে দেওয়া হল NTA-র DG-কে। তাঁকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে। এদিকে NEET, UGC NET থেকে CSIR UGC NET পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর, শেষ মুহূর্তে NEET PG স্থগিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই পরীক্ষা হওয়ার কথা ছিল রবিবারই। এদিকে, UGC NET-এর পর এবার NEET-UG-তে প্রশ্ন ফাঁসের অভিযোগেরও তদন্ত করবে CBI, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এছাড়াও, আজ গুরুত্বপূর্ণ কোন কোন খবর? নজরে থাকুক আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলিতে।
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগ ঘিরে দেশজুড়ে হূলস্থূল চলছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে PhD এবং কলেজে নিয়োগের পরীক্ষা UGC NET বাতিল করতে হয়েছে। স্থগিত হয়ে গেছে CSIR UGC NET-ও। পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয়েছে NEET PG-ও। পাশাপাশি, UGC NET-এর পর...এবার NEET-UG-তে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির তদন্তভার দেওয়া হল CBI-কে। পরীক্ষার্থীদের স্বার্থেই CBI তদন্তের সিদ্ধান্ত বলে জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এভাবে প্রশ্ন ওঠায়, অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্য়ৎ। যার জন্য় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করছে বিরোধীরা।
NEET-এর প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে বিহারের পর এবার ঝাড়খণ্ড কানেকশন। শুক্রবার, ঝাড়খণ্ডের দেওঘর থেকে আরও ৬ জনকে গ্রেফতার করল বিহারের ইকোনমিক অফেন্স ইউনিট। পাশাপাশি, UGC-NET-এ দুর্নীতির তদন্তে উত্তরপ্রদেশ গেল CBI. অন্য়দিকে, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কতদূর ছড়িয়ে প্রশ্নফাঁস কাণ্ডে মাস্টারমাইন্ডদের 'নেটওয়ার্ক'? NEET-এর প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে যখন বিহার থেকে ঝাড়খণ্ডে পৌঁছে গেছেন তদন্তকারীরা... তখন UGC-NET দুর্নীতির তদন্তে উত্তরপ্রদেশ গেল CBI অন্য়দিকে, উচ্চপর্যায়ের কমিটি তৈরি করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। প্রশ্নপত্র ফাঁস মামলায় আগেই ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার, ঝাড়খণ্ডের দেওঘর থেকে আরও ৬ জনকে গ্রেফতার করল বিহারের ইকোনমিক অফেন্সেস ইউনিট। শুক্রবার, গাড়ি করে পালানোর সময় তাঁদের গ্রেফতার করে পুলিশ।
প্রশ্নফাঁস হওয়ায় বাতিল করা হয়েছে UGC NET...তদন্তভার দেওয়া হচ্ছে CBI-কে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁস হওয়ার কথা। প্রশ্নফাঁস হওয়ার ছয় দিন পরও ডার্ক ওয়েবে রয়েছে UGC NET-এর প্রশ্নপত্র। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) একটি লুকোনো অংশ হল ডার্ক ওয়েব। UGC NET-এর প্রশ্ন ফাঁসের ৬ দিন পর, তা নিয়ে দেশজোড়া তোলপাড়ের মধ্য়ে। শনিবারও ডার্ক ওয়েবে জ্বলজ্বল করছে UGC NET-এর প্রশ্নপত্র। NET-এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে উঠে এসেছিল এই 'ডার্ক ওয়েব' এবং 'টেলিগ্রাম' অ্যাপের কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -