কলকাতা : এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Examination Result) প্রকাশিত হল। পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারও পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা রয়েছে। বাকি কোন জেলায় কেমন ফল হল দেখে নেওয়া যাক একনজরে।
জেলাভিত্তিক পাশের হার-
- পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ।
- কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি।
- উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ।
- দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯ দশমিক ০৮ শতাংশ।
এবারের মাধ্যমিকে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় গত ১৬ মার্চ।
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন
ছাত্র-ছাত্রীদের পাশের হার-
- এবার মাধ্যমিকে পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।
- পাশের হার ৮৬ দশমিক ৬ শতাংশ।
- ছাত্রদের পাশের হার ৮৮ দশমিক ৫৯ শতাংশ।
- ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ।
মেধাতলিকা-
এবার মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছে ৬৯৩। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২। অনন্যা দাশগুপ্ত হয়েছে তৃতীয়।
৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে অভিষেক দত্ত। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুল থেকে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানে। ঝাড়গ্রামে পৌলমী বেরা ৬৮৯ পেয়ে পঞ্চম। ষষ্ঠ স্থান অধিকার করেছে ৬ জন। হুগলির নিরুপম দাস ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আরামবাগের সম্পূর্ণা নন্দী ৬৮৮ পেয়ে ষষ্ঠ। এই তালিকায় রয়েছে আসানসোলের সৈকতকুমার গঙ্গোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের প্রতীক মাইতি।
১০ জন সপ্তম স্থান অধিকার করেছে। কোচবিহারের অনন্য দেব সপ্তম স্থান অধিকার করেছে। বালুরঘাট হাইস্কুলের সৌগত ঘোষ সপ্তম স্থানে, মেদিনীপুরের রনিত সাউ, বাঁকুড়ার সিঞ্চন দত্তও ৬৮৭ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে। কৃষ্ণপুর হাইস্কুলের ব্রাত্য বসু অষ্টম স্থান অধিকার করেছেন, সিউড়ির মৃত্যুঞ্জয় মণ্ডল, বীরভূমের মধুরিমা দে ৬৮৬ পেয়ে অষ্টম স্থান, বাঁকুড়ায় অনিমেষ নায়েক এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভ্র চট্টোপাধ্যায় অষ্টম স্থান অধিকারী।