কলকাতা : পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ খবর এবিপি আনন্দ-এ। 

  • এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র
  • মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি
  • ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন
  • দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল
  • প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে
  • মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে 
  • পাশের সংখ্যা সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে 
  • দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা
  • পাশের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর
  • পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ
  • প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র
  • ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী
  • প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী
  • প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল, ৬৯৭ পেয়েছে ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। 
  • দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১
  • তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ, মার্টিন হাসান, অর্ঘ্যদীপ সাহা
  • চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই                           
  • পঞ্চম শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল                                      
  • ষষ্ঠ  বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস প্রকাশিত হল ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বেলা ১২টা থেকে মাধ্যমিরকের রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর ও জন্ম তারিখ। বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- https://bengali.abplive.com-এ 

    মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর। ক্লিক করুন  : wb10.abplive.com 

     

  •