রুমা পাল, কলকাতা: দিন ক্ষণ ঘোষণা না হলেও, বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে হাওড়া-বালি-সহ রাজ্যের সাত পৌরসভার নির্বাচনও একসঙ্গেই হতে পারে। শনিবার তা জানালেন খোদ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানিয়েছেন, সারা বছর ধরে নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি হয়। তাতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে (Election Commissiomn)। 


পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই বকেয়া পৌরসভার ভোট!


এ দিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, "এটা আমাদের পঞ্চায়েতর সঙ্গে মোটামুটি একসঙ্গেই নির্বাচন করব। একটু আগে পিছবে। সারা বছর নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি হয়। হাওড়া-বালি সাতটি আছে।" তবে ফিরহাদ সাতটি বললেও, তার বাইরেও একাধিক পৌরসভার নির্বাচন বাকি রয়েছে।


চলতি বছরের ১৩ অগাস্ট ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া এবং বুনিয়াদপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়ে গিয়েছে দুর্গাপুর, নলহাটি, কুর্পাস ক্যাম্প পৌরসভারও। বাকি রয়েছে বালি এবং হাওয়া পৌরসভার নির্বাচনও। আবার  বছর মে মাসেই শে। হয় কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজারি এবং কার্শিয়ং পৌরসভার। 


আরও পড়ুন: Ananta Roy: লোকসভা নির্বাচনের আগেই 'বঙ্গভঙ্গ'! এ বার ডেডলাইন বেঁধে দিলেন অনন্ত


তবে পঞ্চায়েতের সঙ্গে ফিরহাদ একসঙ্গে পৌরসভা নির্বাচন করানোর কথা বললেও, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। কারণ ফিরহাদ সাতটি বললেও, নির্বাচন বাকি থাকা পৌরসভার সংখ্যা তার চেয়ে বেশি। হাওড়া-বালিতে আসন পুনর্বিন্যাসের কাজ এখনও চূড়ান্ত হয়নি। তাই আগামী সপ্তাহে এ নিয়ে সর্বদল বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। তার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব। সবকিছু বিচার-বিবেচনা করে বাকি পৌরসভাগুলির নির্বাচন কবে হবে, তা নিয়ে বিশদ তথ্য প্রকাশ করা হতে পারে। 


আগামী বছরের শুরুতে হতে পারে পঞ্চায়েত নির্বাচন


প্রশাসন সূত্রে খবর, সব ঠিক থাকলে ফেব্রুয়ারি ও এপ্রিল মাস নাগাদ হতে পারে পঞ্চায়েত নির্বাচন। গতবার গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল একদফায়। এ বার ক’দফায় ভোট হবে, তাই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে কমিশন সূত্রে খবর, জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। বিধি অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির ২২ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে ক্ষেত্রে জানুয়ারিতে বিজ্ঞপ্তি জারি হলে ফেব্রুয়ারিতে ভোট করতেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তবে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ অবধি মাধ্যমিক পরীক্ষা। আর ১৪ থেকে ২৭ মার্চ অবধি উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সময়ে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা থাকে। যার জেরে প্রচার সম্ভব নয়। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে ভোট না হলে, পরীক্ষা মেটার পর, এপ্রিলে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, বলে প্রশাসন সূত্রে খবর।