শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: তুফানগঞ্জের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে (BJP) অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পুর এলাকার ভোটার না হওয়ায় ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের দাবি, আলিপুরদুয়ারের (Alipurduar) শামুকখোলা থেকে উদ্ধার করা হয়েছে বিজেপি প্রার্থীকে।
তুফানগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তুফানগঞ্জ পুরসভার ৪ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে যেতে বাধা, রাস্তাতেই তাঁর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। কোচবিহারের ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর গার্লস স্কুলে কংগ্রেস প্রার্থী রানা ইশোরের এজেন্টের কার্ড ছিনিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে ওই ওয়ার্ডের ভোটার ও ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভজিৎ কুণ্ডুর মধ্যস্থতায় কংগ্রেস প্রার্থীর এজেন্টের কার্ড ফেরানো হয়। বুথে ঢুকতে পারেন কংগ্রেসের এজেন্ট।
রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকবে ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে। অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক থাকবেন। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।
এদিকে উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। সবক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।