ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত ও ব্রতদীপ ভট্টাচার্য: বহিরাগতদের দাপাদাপি, বুথ দখল, ভোটারদের (Voter) বাধা থেকে অন্যের হয়ে ভোট দেওয়া। রাজ্যের ১০৮টি পুরসভার (West Bengal Municipal Election 2022) ভোটে এরকম গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠল। কালনা (Kalna থেকে কামারহাটি (Kamarhati), সর্বত্র একই ছবি।


দেদার ছাপ্পা, বুথ দখল, ভোটারদের বাধা, অন্যের হয়ে ভোট দিয়ে দেওয়া, বহিরাগতদের দাপাদাপি, বাংলার ১০৮টি পুরসভার ভোটে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠল, রবিবার সকালে কালনার ১১ নম্বর ওয়ার্ডের অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বুথের দরজা বন্ধ। ভিতরে অনবরত ইভিএমের (EVM) শব্দ। বুথের দরজা খুলে দিতেই দেখা যায়, এক ব্যক্তি মাথা ঝুঁকিয়ে ইভিএমের সামনে দাঁড়িয়ে। ভোট-যন্ত্রের শব্দ বন্ধ হওয়ার নাম নেই।


কালনার (Kalna) ১১ নম্বর ওয়ার্ডেরই অন্য একটি বুথে বিরোধী প্রার্থীদের আটকে রেখে ছাপ্পার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী ও সিপিএম প্রার্থীর অভিযোগ, তাদেরকে ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে। এক ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। সাংবাদিক প্রশ্ন করেন, “কটা ভোট দিলেন?’’ দেখাই যাচ্ছে ভুয়ো ভোটার কীভাবে পালাচ্ছে।


উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটিতেও (Kamarhati) ধরা পড়ল এক ছবি। সাংবাদিক প্রশ্ন করেন, “কোথায় থাকেন?’’ ওই এলাকার বাসিন্দা নই বলে সাফ জানিয়ে দেন সংশ্লিষ্ট ব্যক্তি। এরপর সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে এখানে কী করছেন ভোটের দিন? পাল্টা ওই ব্যক্তির উত্তর “ভোট দিতে এসেছি।’’


এদিকে পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধ  বিজেপির। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন  অতিরিক্ত পুলিশ বাহিনী। নবান্ন সূত্রে খবর, খোলা থাকছে সব সরকারি অফিস। না এলে কাটা যাবে কর্মজীবনের একদিন। সচল থাকবে পরিবহণ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।


আরও পড়ুন: WB Municipal Election 2022: কালনা থেকে নিউ ব্যারাকপুর, গণতন্ত্রের উৎসবে এবারও একইরকম কান্নার ছবি