সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: নিজের পছন্দমতো ওয়ার্ডে দাঁড়ানোর সুযোগ না মেলেনি। তৃণমূলের (Trimaool Congress) টিকিট পেয়েও নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমী ঘোষ। অন্যদিকে, পুরুলিয়া পুরসভার (Purulia Municipality) ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিট পেয়েও ভোটযুদ্ধে (Municipal Election 2022) না নামার সিদ্ধান্ত নিয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছেন সত্য বাউরি।


মনোনয়নপত্র জমার আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে প্রার্থী বদলের ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল। ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি। আসন্ন পুরভোটে ৭ নম্বর ওয়ার্ডে দাঁড়ানোর টিকিট পেয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার মৌসুমী ঘোষ । তাই নিজস্ব পছন্দমতো ৬ নম্বর ওয়ার্ডে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছেন তিনি । দলের হয়ে টিকিট না পেলে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মৌসুমী ঘোষ। অন্যদিকে ১৯ নম্বর ওয়ার্ডে পুরভোটে দাঁড়ানোর তৃণমূলের টিকিট পেয়েছেন সত্য বাউরি । কিন্তু এবারের নির্বাচনে ভোটযুদ্ধে নামবেন না, এমনই সিদ্ধান্ত নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বকে চিঠি দিয়েছেন তিনি। জেলা তৃণমূল নেতৃত্ব সেইমতো রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বলে সূত্রের খবর।  


পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে একাধিক জায়গায় অসন্তোষের ছবি সামনে এসেছে। প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’ অব্যাহত। কোথাও পথ অবরোধ করে বিক্ষোভ।  কোথাও আবার পুরভোটে টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছে ছেলে।  পুরভোটের মুখে শাসক দলের অন্দরে অসন্তোষ ক্রমশ বাড়ছে জেলায় জেলায়।


এদিকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে নতুন করে গন্ডগোল। তৃণমূল প্রার্থী সুতপা দত্তর সমর্থনে লেখা দেওয়াল মুছে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  গতকাল বিকেলে ওই দেওয়াল লেখা মুছে দেওয়া হয়।  লেখা মুছে পাশেই তৃণমূল প্রার্থী হিসেবে সন্দীপা বিশ্বাসের সমর্থনে টাঙানো হয়েছে ফ্লেক্স।  এ প্রসঙ্গে তৃণমূল নেতা ও বিদায়ী পুর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, সন্দীপাই এই ওয়ার্ডে দলের প্রার্থী। যদিও সুতপার দাবি, তিনি জানেন, তিনিই দলের প্রার্থী। তাই তিনি দেওয়াল লিখেছেন। কয়েকজন বহিরাগত এসে তাঁর সমর্থনে লেখা দেওয়াল মুছে দিয়েছে।