নয়াদিল্লি: দেশে করোনায় সংক্রমণ (India Corona Update) গত ২৪ ঘণ্টায় কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৮ জনের।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লক্ষ ৯৪ হাজার ৮৯১। একিদনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৪৫৬ জন। 


গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা (India Corona Update)  ছিল ৮৩ হাজার ৮৭৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৯৫।  দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন, ৪ কোটি ২৩ লক্ষ ৩৯ হাজার ৬১১ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জনের।   দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৫ দশমিক ২ শতাংশ।





 


 


অন্যদিকে, রাজ্যে ফের কমল করোনার দৈনিক সংক্রমণ। সোমবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৪১ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ৬ হাজার ৫১৩ জন।  রাজ্যে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬,৮৬৪ জন। যা গতকালের তুলনায় ১,৭৪২ জন কম।


এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। বেশ কয়ের সপ্তাহ পর ৩০-এর নিচে নামল করোনায় মৃত্যুর সংখ্যা। সবমিলিয়ে আজকের হিসেবে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ২০,৮৫২ জনের। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১,৭৪২ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হলেন ১৯,৬৮,৭৯৭ জন। একদিনে রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.১২  শতাংশ।


আরও পড়ুন: Coronavirus: করোনায় কত মৃত গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে? 'হিসেবই নেই' জানাল কেন্দ্র