শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) ৬ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপ্রসাদ গার্লস হাইস্কুলে বহিরাগতদের নিয়ে উত্তেজনা। দলের ব্যাজ লাগানো এক মহিলাকে ভোট দিতে নিয়ে আসেন এক তৃণমূল কর্মী। পুলিশ তাঁকে বের করে দেয়। তৃণমূল বহিরাগতদের বুথে আনছে বলে অভিযোগ সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যর। বুথে দাঁড়িয়েই পুলিশ আধিকারিক ও পর্যবেক্ষককে ফোন করেন তিনি। সেখানে হাজির হয়ে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের ঢোকানের অভিযোগ জানান বিজেপি প্রার্থী নুরজাহান আনসারিও। 


আরও পড়ুন: Bidhannagar Municipal Poll 2022 : বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ, বিধাননগরে বিজেপি ও তৃণমূল প্রার্থীর হাতাহাতি


পাশাপাশি শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠে দফায় দফায় উত্তেজনা। বুথের বাইরে বেআইনি জমায়েত। তৃণমূলের বিরুদ্ধে বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। শঙ্কর ঘোষকে বেরিয়ে যেতে বলে পুলিশ। বুথে ভয়ের পরিবেশ, অভিযোগ ভোটারদের। 


কোথাও বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ। কোথাও ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা। কোথাও ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী - ৩ হেভিওয়েট ওয়ার্ডে  সকাল থেকে দফায় দফায় ছড়াল উত্তেজনা। তুঙ্গে শাসক-বিরোধী তরজা।


যদিও উল্টো ছবিও ধরা পড়ল শিলিগুড়িতে। দেখা গেল এক বেঞ্চে বসে বাদামভাজা খাচ্ছেন বিজেপি, সিপিএম ও তৃণমূলের প্রার্থী। নির্দল প্রার্থী কুশল বিনিময় করছেন বিজেপি প্রার্থীর সঙ্গে। সিপিএমের বর্ষীয়ান প্রার্থীকে নমস্কার করছেন তৃণমূল প্রার্থী। ভোটের ঝামেলার মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ল শিলিগুড়ির ৬ ও ২৪ নম্বর ওয়ার্ডে।


উল্লেখ্য, পুরভোটের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টার অভিযোগ প্রকাশ্যে এসেছে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি, ফেসবুক লাইভে অভিযোগ সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ের। পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের।