ক্য়ানিং : পুরভোটের আবহে আইএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা (Canning East MLA Saokat Molla)। তাঁর অভিযোগ, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীর তাঁকে পরিকল্পনা করেছে।
ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার অভিযোগ, তাঁর উপর হামলা চালাতে পারে আইএসএফ (ISF) আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর অভিযোগ, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা ৬ লক্ষ টাকার বিনিময়ে খুনের পরিকল্পনা করেছে। এমনটাই অভিযোগ এনেছেন ক্যানিংয়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ।
সওকত মোল্লা বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে । জীবনতলা থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকজন আটক করেছে পুলিশ। দাবি সওকতের। তাঁর দাবি, ‘পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে হামলার পরিকল্পনা ছিল’। পুলিশ সুপার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখছি ।
কিছুদিন আগেইঅ দক্ষিণ ২৪ পরগনা পুর নির্বাচনের কো-অর্ডিনেটর করা হয় দাপুটে তৃণমূল নেতা সওকত মোল্লাকে। ২০১৬ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিপিএম (CPM) থেকে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হয়েছে। বিধায়ক হওয়ার দুই বছরের মধ্যেই জেলার যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান সওকত। শুধু ক্যানিং পূর্ব নয়, আশপাশের একাধিক বিধানসভায় তাঁর প্রভাব সুস্পষ্ট। একদা বাম দুর্গ ক্যানিং থেকে দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন তিনি। ২০২১ এ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ (ISF) প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি। একদা রেজ্জাক মোল্লার ঘনিষ্ট অনুগামী এঁদের হারিয়ে ফের বিধায়ক হন।
ক্যানিং পূর্বে ৫২,০০০ ভোটে জেতেন সওকত মোল্লা। ভোটে জেতার পরই সওকত বলেছিলেন, বহিরাগত গুন্ডাদের গালে সপাটে চড় মেরেছে বাংলার মানুষ ! সঙ্গে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করে তিনি বলেন, ‘ভণ্ড আব্বাস সিদ্দিকি যে খেলা খেলতে চেয়েছিল ওকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।'