WB Municipal Election Result 2022 Live : লকেট-সাক্ষাৎ রীতেশের, বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ

WB Municipal Corporation Election Result 2022 Live Updates: শনিবার শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধানননগর (Bidhannagar) পুরভোট হয়। আজ ভাগ্য নির্ধারণ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Feb 2022 10:47 PM

প্রেক্ষাপট

কলকাতা : একাধিক অশান্তির ঘটনার আবহেই শনিবার শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধানননগর (Bidhannagar) পুরভোট (WB Municipal Election Result 2022) শেষ হয়েছে। সোমবার ভোটের ফল ঘোষণা। তার আগে...More

Chandan Nagar Municipal Election Live : চন্দননগরে একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী সিপিএম

৩২টির মধ্যে ৩১টি ওয়ার্ডেই জয়। ফের চন্দননগর পুরসভা হাতে থাকল তৃণমূলের।  একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী বলতে এখন সিপিএম। খাতাই খুলতে পারেনি বিজেপি। আর গেরুয়া শিবিরকে পিছনে ফেলে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা।