WB Municipal Election Result 2022 Live : লকেট-সাক্ষাৎ রীতেশের, বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ

WB Municipal Corporation Election Result 2022 Live Updates: শনিবার শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধানননগর (Bidhannagar) পুরভোট হয়। আজ ভাগ্য নির্ধারণ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Feb 2022 10:47 PM
Chandan Nagar Municipal Election Live : চন্দননগরে একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী সিপিএম

৩২টির মধ্যে ৩১টি ওয়ার্ডেই জয়। ফের চন্দননগর পুরসভা হাতে থাকল তৃণমূলের।  একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী বলতে এখন সিপিএম। খাতাই খুলতে পারেনি বিজেপি। আর গেরুয়া শিবিরকে পিছনে ফেলে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা।

WB Municipal Election Result Live : লকেট-সাক্ষাৎ রীতেশের, বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ

দিল্লি গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বরখাস্ত হওয়া বিজেপি নেতা রীতেশ তিওয়ারি। পুরভোটে বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ। সব বলেছি সাংসদকে, জানালেন রীতেশ। এব্যাপারে লকেটের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

WB Municipal Election Result Live : সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্তকে সম্বর্ধনা তৃণমূলকর্মীদের

সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্তকে তৃণমূলকর্মীদের সম্বর্ধনা। এদিন সন্ধেবেলায় সস্ত্রীক ওয়ার্ডের পার্টি অফিসে যান সব্যসাচী। সেখানেই ফুল দিয়ে সব্যসাচীরকে সম্বর্ধনা জানান দলীয় কর্মীরা। 

Siliguri Municipal Election Result 2022 : শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেন গৌতম দেব

শিলিগুড়ির মেয়র নিয়ে কোনও ধোঁয়াশা নেই। কারণ, এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেন গৌতম দেব।

Siliguri Municipal Election Result 2022 : প্রথমবার শিলিগুড়ি জয়ের পরেই উন্নয়নে মুড়ে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রথমবার শিলিগুড়ি জয়ের পরেই উন্নয়নে মুড়ে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

Asansol Municipal Election Result 2022 : বামেদের হারিয়ে টসে জিতলেন আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী

প্রাপ্ত ভোট এক। বামেদের হারিয়ে টসে জিতলেন আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ইভিএম বিভ্রাটের পর ৪০ নম্বর ওয়ার্ডেও তৃণমূলের জয়।

WB Municipal Election Result Live : বাম-ধাক্কায় ৩ নম্বরে নামল বিজেপি

কলকাতার পর বিধাননগর, চন্দননগর। বাম-ধাক্কায় ৩ নম্বরে নামল বিজেপি। বিধানসভা ভোটের নিরিখে ধাক্কা আসানসোল, শিলিগুড়িতেও। 

WB Municipal Election Result Live : ৪ পুরসভার ভোটে বিজেপির ভরাডুবি, ট্যুইটারে আক্রমণ তথাগতর

৪ পুরসভার ভোটে বিজেপির ভরাডুবি। ট্যুইটারে আক্রমণ তথাগত রায়ের। ট্যুইটারে তিনি লেখেন, আজকের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনে বিপর্যয় একই সঙ্গে প্রত্যাশিত ও অস্বাভাবিক। প্রত্যাশিত, কারণ দলের ছন্নছাড়া অবস্থা। অস্বাভাবিক, কারণ সরকারি দলের তরফে পর্বতপ্রমাণ গুন্ডামি ও কারচুপি ছাড়া এরকম ফল হতে পারে না।"

Siliguri Municipal Election Result 2022 : সবুজ ঝড়ে শিলিগুড়িতে বিরোধীরা বেসামাল, কংগ্রেসের হাতে শুধু একটি ওয়ার্ড

সবুজ ঝড়ে শিলিগুড়িতে বিরোধীরা বেসামাল। বিজেপি বিধায়ক থেকে প্রাক্তন বাম মেয়রের হার। ৪৭টির মধ্যে কংগ্রেসের হাতে শুধু একটি ওয়ার্ড। 

WB Municipal Election Result Live : ৪ পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে ১৯৮টিই তৃণমূল কংগ্রেসের

কার্যত বিরোধীশূন্য করে ৪ পুরসভাতেই জোড়া ফুলের ঝড়। ৪ পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে ১৯৮টিই তৃণমূল কংগ্রেসের

Asansol Municipal Election Result 2022 : আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে টসে জয়ী তৃণমূলপ্রার্থী

আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে টসে জয়ী তৃণমূলপ্রার্থী। বাম প্রার্থীকে হারিয়ে টস, ভোটে জিতলেন তৃণমূলের আশা প্রসাদ। তৃণমূল-বাম প্রার্থী একই ভোট পাওয়ায় টসের সিদ্ধান্ত কমিশনের।

Siliguri Municipal Election Result 2022 : শিলিগুড়ি বিমানবন্দর আন্তর্জাতিকমানের হোক : মমতা

"আমরা চাই শিলিগুড়ি বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হোক। মালদায় আরও ১০ একর জমি দেব। বাংলায় ২৬ হেলিপ্যাড তৈরি করেছি।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Siliguri Municipal Election Result 2022 : প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখলের দিনই শিলিগুড়িতে তৃণমূল নেত্রী, ধন্যবাদ জানালেন মানুষকে

তৃণমূল প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখলের দিনই শিলিগুড়িতে তৃণমূল নেত্রী। ধন্যবাদ জানালেন শিলিগুড়ির মানুষকে। শিল্পই যে প্রথম লক্ষ্য, ফের বললেন মুখ্যমন্ত্রী।

Siliguri Municipal Election Result 2022 : বিধানসভার ছবি উল্টে দিল শিলিগুড়ি, মানুষ গ্রহণ করেননি; প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের

বিধানসভার ছবি উল্টে দিল শিলিগুড়ি। একধাক্কায় তলানিতে খোদ বিধায়কের ভোট। মানুষ গ্রহণ করেননি, প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।

Chandan Nagar Municipal Election Live : চন্দননগর পুরসভা ফের দখল তৃণমূলের, ৩৩টির মধ্যে তৃণমূল একাই পেল ৩১টি ওয়ার্ড

চন্দননগর পুরসভা ফের দখল করল তৃণমূল। ৩৩ ওয়ার্ডের মধ্যে তৃণমূল একাই পেল ৩১টি ওয়ার্ড। ১টি ওয়ার্ড পেয়েছে বামেরা। হাতখালি বিজেপি, কংগ্রেসের। প্রার্থীর প্রয়াণে একটি ওয়ার্ডে ভোট হয়নি। ভোট শতাংশের হারে ২৮ ওয়ার্ডে চন্দননগরে দ্বিতীয় স্থানে বামেরা।

WB Municipal Election Result Live : বিধাননগর, চন্দননগরে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট

কার্যত বিরোধীশূন্য করে ৪ পুরসভাতেই জোড়া ফুলের ঝড়। বিধাননগর, চন্দননগরে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট। আসানসোল, শিলিগুড়িতে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বিজেপি।

বিপুল ভোটে এই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল করল তৃণমূল

বিপুল ভোটে এই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল করল তৃণমূল। ধরাশায়ী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ থেকে সিপিএমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। মেয়র হবেন গৌতম দেবই, ঘোষণা মমতার। 

Chandan Nagar Municipal Election Live : ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএমের অভিজিৎ সেন

১৬ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএমের অভিজিৎ সেন। বাকি ৩১টি ওয়ার্ডে তৃণমূলের জয়। ২৮টিতে বামেরা দ্বিতীয়। 

WB Municipal Election Result Live : ভোট লুঠের অভিযোগে এসএন ব্যানার্জি রোডে ডিসি সেন্ট্রালের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ

ভোট লুঠের অভিযোগে এসএন ব্যানার্জি রোডে ডিসি সেন্ট্রালের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ। সজল ঘোষ, কল্যাণ চৌবের নেতৃত্বে বিক্ষোভ

Asansol Municipal Election Result 2022 : আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে টসে জয়ী তৃণমূলপ্রার্থী

আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে টসে জয়ী তৃণমূলপ্রার্থী । বাম প্রার্থীকে হারিয়ে টস, ভোটে জিতলেন তৃণমূলের আশা প্রসাদ । তৃণমূল-বাম প্রার্থী একই ভোট পাওয়ায় টসের সিদ্ধান্ত কমিশনের 

WB Municipal Election Live : ৩দিনের সফরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

পুরভোটে বিপুল সাফল্যের পরেই ৩দিনের সফরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।

Siliguri Municipal Election Result 2022 : ২৪ নম্বর ওয়ার্ডে হার বিজেপি বিধায়ক ও পুরভোটের প্রার্থী শঙ্কর ঘোষের


১৫ নম্বর ওয়ার্ডে ১১০০ ভোটে জয় তৃণমূলের রঞ্জন সরকারের। ২৪ নম্বর ওয়ার্ডে হার বিজেপি বিধায়ক ও পুরভোটের প্রার্থী শঙ্কর ঘোষের। ১১ ভোটে জয়ী তৃণমূলের প্রতুল চক্রবর্তী।

Siliguri Municipal Election 2022 : শিলিগুড়িতে মাত্র ১০টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল, এবার এক লাফে পেল ৩৭

মাত্র ৯ মাস আগে বিধানসভা ভোটের ফল অনুযায়ী শিলিগুড়িতে মাত্র ১০টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। এবার তারা এক লাফে পেল ৩৭টি ওয়ার্ড। ৯ মাস আগে তৃণমূলকে হারিয়ে শিলিগুড়ি বিধানসভা দখল করেছিল বিজেপি। এগিয়ে ছিল শিলিগুড়ির ৩৬টি আসনে এগিয়ে ছিল তারা। এবার কমে মাত্র ৫টি ওয়ার্ডে জিতল বিজেপি। 

Asansol Municipal Election Result Live : আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে কে কাউন্সিলর? টস করবে কমিশন

আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে কে কাউন্সিলর? টস করবে কমিশন
টসে যে জিতবেন তিনিই হবে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে একই ভোট তৃণমূল-বাম প্রার্থীর
আসানসোলের ৪০ নম্বর ওয়ার্ডের ইভিএম বিভ্রাট
ইভিএম বিভ্রাটের পরেই সমস্ত প্রার্থীদের ডাকল কমিশন
‘ইভিএমের মোট ভোটারের চেয়ে কেউ বেশি ভোট পেলেই তিনি জয়ী’
না হলে হতে পারে পুনর্নির্বাচন, খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে

WB Municipal Election Result 2022 : বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে মেয়র কে হবেন? 

৪ পুরভোটে তৃণমূলের জয় জয়কার। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে মেয়র কে হবেন? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গৌতম দেব শিলিগুড়ির মেয়র হবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধাননগরের মেয়র হতে পারেন সব্যসাচী দত্ত। তবে, আজ জয়ের পরই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে দেখা করেন সব্যসাচী। তাঁর স্ত্রীকে শাড়ি উপহার দেন মুখ্যমন্ত্রী । 

শিলিগুড়ি ও চন্দননগরে সবুজ ঝড়, দেখুন এখন কে কোন অবস্থানে

শিলিগুড়ি : 


 


 তৃণমূল -  ৩৮ ,  বিজেপি -  ৫ ,  সিপিএম - ৪, কংগ্রেস - ১৬ নম্বরে সুজয়  ঘটক জয়ী


-----------------------------------------


চন্দননগর --- 



তৃণমূল -- ৩০,   বাম - ২, 

WB Municipal Election Result 2022 : চার পুরসভার নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি

চার পুরসভার নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। তাঁদের অভিযোগ, ৪ পুরসভার নির্বাচনে গণতন্ত্রের হত্যা হয়েছে। 

Bidhannagar Municipal Election 2022 : জিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব্যসাচী দত্ত

বিধাননগরে ৯৫ শতাংশ আসন তৃণমূলের। জিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব্যসাচী দত্ত। দেখা করলেন ফিরহাদ হাকিমের সঙ্গেও।

West Bengal Municipal Election : শিলিগুড়ির পরবর্তী মেয়র গৌতম দেব, এবিপি আনন্দকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

জিতেও উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি বিজেপি, শিলিগুড়ির ফল নিয়ে এবিপি আনন্দে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে হতাশ অশোক ভট্টাচার্য> 

West Bengal Municipal Election : মানুষের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ , এবিপি আনন্দকে প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী

' মানুষের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ । আমাদের প্রণাম । কোনওরকম গণ্ডগোল হয়নি। মানুষ শান্তপূর্ণ ভোট দিয়েছে। যে কোনও জয় আমাদের আরও বেশ মানবিক করে তুলুক। ' পুরভোটে সবুজ ঝড় উঠতে এবিপি আনন্দকে প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Municipal Election 2022 : ৩ হাজারেরও বেশি ভোটে জয়ী গৌতম দেব

শিলিগুড়িতে বোর্ড দখলের পথে তৃণমূল। ৩ হাজারেরও বেশি ভোটে জয়ী গৌতম দেব। ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য।

Siliguri Municipal Poll Result 2022 : হেরে গেলেন অশোক ভট্টাচার্য

হেরে গেলেন অশোক ভট্টাচার্য । ৬ নম্বর ওয়ার্ডে হেরে গেলেন সিপিএম প্রার্থী। 

WB Municipal Election Result 2022 : শিলিগুড়িতে বোর্ড দখলের পথে তৃণমূল

শিলিগুড়িতে বোর্ড দখলের পথে তৃণমূল। ৩ হাজারেরও বেশি ভোটে জয়ী গৌতম দেব। ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় শুরু উত্সব

Chandannagar Municipal Poll Result 2022 : চন্দননগরে ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম, শিলিগুড়িতে জয়ী তৃণমূলের গৌতম দেব


চন্দননগরে ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম । চন্দননগরে ৩৩টি ওয়ার্ডের মধ্যে ভোট হয়েছে ৩২টিতে। গণনা হচ্ছে ৬ থেকে ১১ রাউন্ড।

WB Municipal Election Result 2022 : এক নজরে শিলিগুড়ি ও চন্দননগরের ফল


শিলিগুড়ি : 


এগিয়ে - 



  •  তৃণমূল -  ৩১

  • বিজেপি -  ২ 

  • কংগ্রেস -- ১৬ নম্বরে সুজয়  ঘটক জয়ী


চন্দননগর



  • তৃণমূল -- ১৯ 

  •  সিপিএম -- ১  

West Bengal Municipal Election Result Live : যা ভেবেছিলাম তেমন ফল হবে না, গণনা শুরুর আগেই মানলেন দিলীপ

চারে চারের পথে তৃণমূল। বিধাননগরে ভোট লুঠ, যা ভেবেছিলাম তেমন ফল হবে না, গণনা শুরুর আগেই মানলেন দিলীপ। সল্টলেকে একতরফা অগ্রগতি তৃণমূলের।

Municipal Election Live : বিধাননগরে ২৯ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী

বিধাননগরে ২৯ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী
১ হাজার ১১১ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী
শিলিগুড়ির ২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অভয়া বসু
শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের লক্ষ্মী পাল
২ হাজার ৪৫৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পাল
শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক

WB Municipal Election Result 2022 Live : ৪ পুরসভায় বহু এগিয়ে তৃণমূল, ফলপ্রকাশের আগেই শুরু উত্সব

আজ ৪ পুরসভার ফল। বিধাননগরে ভোট লুঠ, যা ভেবেছিলাম তেমন ফল হবে না, গণনা শুরুর আগেই মানলেন দিলীপ। সল্টলেকে একতরফা অগ্রগতি তৃণমূলের।

Bidhan Nagar Municipal Election Live : বিধাননগরে ৩ নম্বরে ওয়ার্ডে এগিয়ে তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা

শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের অভয়া বসু
শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের লক্ষ্মী পাল
২ হাজার ৪৫৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পাল
শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক
বিধাননগরে ৩ নম্বরে ওয়ার্ডে এগিয়ে তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা

Bidhan Nagar Municipal Election : বিধাননগরে ৩ রাউন্ডের শেষে এগিয়ে কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত 

বিধাননগরে ৪০টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
বিধাননগরে শুধু ১২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বামফ্রন্ট
বিধাননগরে ৩ রাউন্ডের শেষে এগিয়ে কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত 

২০ এবং ২৩ নম্বর ওয়ার্ডে শিলিগুড়িতে জয়ী তৃণমূলের অভয়া বসু,  লক্ষ্মী পাল

২০ এবং ২৩ নম্বর ওয়ার্ডে শিলিগুড়িতে জয়ী তৃণমূলের অভয়া বসু,  লক্ষ্মী পাল । কংগ্রেসের তরফে জয়ী ১৬ নম্বর ওয়ার্ডে সুজয় ঘটক।

Bidhan Nagar Municipal Election : বিধাননগরে ৪০ টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে

বিধাননগরে ৪০ টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে । 

West Bengal Municipal Election : চন্দননগরে ২ আসনে এগিয়ে বামেরা

চন্দননগরে ২ আসনে এগিয়ে বামেরা। তৃণমূল -- ১৮ টিতে এগিয়ে। 

Siliguri Municipal Election 2022 : তৃণমূল প্রার্থী ৪৪ নম্বর ওয়ার্ড থেকে এগিয়ে শিলিগুড়িতে

তৃণমূল প্রার্থী ৪৪ নম্বর ওয়ার্ড থেকে এগিয়ে শিলিগুড়িতে। ৬ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।  ৪৭টি ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পুরসভার ৬ থেকে ৭ রাউন্ড গণনা হবে।

আসানসোলে ৬ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বলছে প্রাথমিক ট্রেন্ড

আসানসোলে ৬ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বলছে প্রাথমিক ট্রেন্ড  । ১০৬টি ওয়ার্ড বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোলে ২টি ধাপে ২২ রাউন্ড গণনা হবে।

Municipal Election Live : আসানসোল পলিটেকনিক কলেজের বাইরে বিজেপির তুমুল বিক্ষোভ

গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ থাকার অভিযোগে আসানসোলে ধুন্ধুমার। আসানসোল পলিটেকনিক কলেজের বাইরে বিজেপির তুমুল বিক্ষোভ। লাঠিচার্জ পুলিশের।

Siliguri Municipal Election 2022 : ভোট শেষ হতেই কংগ্রেসের সমর্থন চাইলেন অশোক ভট্টাচার্য

এবারও কি শিলিগুড়ি মডেলেরই পুনরাবৃত্তি? জল্পনা বাড়িয়ে ভোট শেষ হতেই কংগ্রেসের সমর্থন চাইলেন অশোক ভট্টাচার্য। পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অধীর চৌধুরীও। বাম-কংগ্রেসের  বোঝাপড়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। গুরুত্ব দিচ্ছে না বিজেপিও।

WB Municipal Election Result 2022 : চন্দননগরে গণনা কেন্দ্রের সামনে জয় শ্রী রাম

চন্দননগরে গণনা শুরুর আগে গণনা কেন্দ্রের সামনে জয় শ্রী রাম ও ভারত মাতা কি জয় স্লোগান ঘিরে উত্তেজনা। পুলিশ গিয়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়। বিজেপির দাবি, তৃণমূল স্লোগান দিতে শুরু করায়, তারা পাল্টা স্লোগান দেয়। তৃণমূলের কটাক্ষ, এখন স্লোগান দিলেও, ভোটের ফল ঘোষণার পর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না

WB Municipal Election Result 2022 : সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা

 বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।ভাগ্য নির্ধারণ হবে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর। প্রথমে ED বা ইলেকশন ডিউটি ভোট অর্থাৎ ভোটকর্মীদের ভোট গণনা হবে। তারপর শুরু হবে ইভিএম গণনা। 

West Bengal Municipal Election 2022 : গণনাকেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত জারি ১৪৪ ধারা

গণনা কেন্দ্র ও তার বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রতিটি গণনা কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরায় নজরদারি। গণনাকেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Municipal Election 2022 : ৪৭টি ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পুরসভার ৬ থেকে ৭ রাউন্ড গণনা

৪৭টি ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পুরসভার ৬ থেকে ৭ রাউন্ড গণনা হবে। চন্দননগরে ৩৩টি ওয়ার্ডের মধ্যে ভোট হয়েছে ৩২টিতে। গণনা হবে ৬ থেকে ১১ রাউন্ড।

Municipal Election 2022 : আসানসোলে ২টি ধাপে ২২ রাউন্ড গণনা, বিধাননগরে ১৪ রাউন্ড


১০৬টি ওয়ার্ড বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোলে ২টি ধাপে ২২ রাউন্ড গণনা হবে। বিধাননগরে ৪১টি ওয়ার্ড। গণনা হবে ৮ থেকে ১৪ রাউন্ড।

Asansol Municipal Poll Result 2022 : ভোট গণনার আগের রাতে আসানসোলে ধুন্ধুমার

ভোট গণনার আগের রাতে আসানসোলে ধুন্ধুমার। আসানসোল পলিটেকনিক কলেজের সামনে বিজেপির বিক্ষোভ। স্ট্রং রুমের সিসি ক্যামেরা একঘণ্টার বেশি বন্ধ ছিল বলে অভিযোগ। ভোটে কারচুপির আশঙ্কা বিজেপির। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা : একাধিক অশান্তির ঘটনার আবহেই শনিবার শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধানননগর (Bidhannagar) পুরভোট (WB Municipal Election Result 2022) শেষ হয়েছে। সোমবার ভোটের ফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 



  • বিধাননগর পুরসভার স্ট্রং রুম তৈরি হয়েছে বিধাননগর কলেজে। ৪১টি ওয়ার্ডে গতকাল ভোট হয়। স্ট্রং রুমে রাজ্য পুলিশের সশস্ত্র পাহারা। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও।

  • রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোল। ১০৬টি ওয়ার্ডে ভোট হয়েছে এখানে। আসানসোল পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম।  ৭টি ঘরে ৫৩টি টেবলে দুটি ধাপে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।

  • অন্যদিকে চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে তৈরি হয়েছে স্ট্রং রুম। চন্দননগর পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতে ভোট হয়েছে। ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে। বাইরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। ভিতরে সিসি ক্যামেরায় নজরদারি। গালা দিয়ে সিল করা হয়েছে স্ট্রং রুমের দরজা।


 








 








আরও পড়ুন ; আসানসোলে ভোট পরবর্তী হিংসা, বিজেপি প্রার্থীর এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


 শনিবার চার পুরসভায় ভোট ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিধাননগর (Bidhannagar) ও আসানসোলে (Asansol) একের পর এক অভিযোগ ওঠে। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে বুথের মধ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাতাহাতি সহ একের পর এক ঘটনা সামনে আসে। এর পাশাপাশি কোথাও বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ, কোথাও ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা, কোথাও ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগও ওঠে। শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী - ৩ হেভিওয়েট ওয়ার্ডে সকাল থেকে দফায় দফায় ছড়ায় উত্তেজনা । যদিও দু'-একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া, শান্তিপূর্ণ ভোট হয়েছে, চার পুরসভার ভোট নিয়ে জানায় রাজ্য নির্বাচন কমিশন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.