WB Municipal Election Result Live: তৃণমূলের দখলে অর্জুন সিংহের গড় ভাটপাড়া
WB Municipal Election Result 2022 Live Updates: আজ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা। কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা।
প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত! বিজেপি, তৃণমূল, মোর্চা কিংবা জিএনএলএফের মতো দলগুলিকে কোণঠাসা করে দার্জিলিং পুরসভা দখল করল হামরো পার্টি। নেতৃত্বে গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ড। দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছে তাঁর দল। বিজেপি-জিএনএলএফের খাতা শূন্য।
বালুরঘাট থেকে কাঁথি। ভাটপাড়া থেকে খড়গপুর। ৪ পুরসভাই গেল তৃণমূলের দখলে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিংহ, সুকান্ত মজুমদারের মতো হেভিওয়েট নেতাদের গড়েই জোর ধাক্কা খেল বিজেপি।
১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল। ৩০টি পুরসভা বিরোধীশূন্য।
রাজ্যের ৪টি পুরসভায় ভোটের ফল ত্রিশঙ্কু। তালিকায় আছে মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা এবং হুগলির চাঁপদানি। এই ৪ পুরসভাতেই বোর্ড গড়তে অঙ্কে পৌঁছতে প্রয়োজন অন্যের সমর্থন। সেক্ষেত্রে কি বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে শাসক দল? তুঙ্গে জল্পনা।
অর্জুন সিংহের গড় ভাটপাড়া পুরসভা দখল করল তৃণমূল। ৩৫টির মধ্যে ৩৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। ৩৩টিতে জয়ী তৃণমূল। ৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়। ২০১৫-র পুরভোটে তৃণমূল ৩৪ ও সিপিএম ১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল।
বিরোধীশূন্য অনুব্রত মণ্ডলের গড়। বীরভূমে পাঁচটি পুরসভায় ৯৩টি আসনে একমাত্র রামপুরহাটে একটি ওয়ার্ডে জয়ী সিপিএম।বাকি ৯২টি ওয়ার্ড তৃণমূলের দখলে। রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ২৬৭। পরাজিত তৃণমূল প্রার্থী আবদুল মালিক। ভোটের দিন ইভিএম ভাঙচুরের অভিযোগে বাম প্রার্থীকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সত্যেন্দ্র সিংহ। তৃণমূলের হিন্দি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অনিল পাণ্ডেকে পরাজিত করে জয়ী হন তৃণমূল প্রার্থী। মহেশতলা পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টিতে জয়ী তৃণমূল। ৮ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস।
পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি প্রার্থী ও বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। জয়ী পুরুলিয়ার পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল প্রার্থী নব্যেন্দু মাহালি। পুরুলিয়া পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৭টি তৃণমূল, বিজেপি ৩, কংগ্রেস ১ ও নির্দল ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
বহরমপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। এই ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম সরকার। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস।
রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। হারলেন তৃণমূল প্রার্থী জয়দীপ দত্তর কাছে। তবে ৭ নম্বর ওয়ার্ডে জয়ী বিধায়ক-পুত্র ও বিজেপি প্রার্থী কামনাশিস চট্টোপাধ্যায়। রানাঘাট পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী ১৯টিতে।একটিতে জয়ী বিজেপি।
কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মেঘনা মিত্র। এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রর পুত্রবধূ। পরাজিত করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে।
বাঁকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা। কংগ্রেসের বিধায়ক পরে যোগ দেন তৃণমূলে। ১১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন প্রশাসক অলকা সেন মজুমদার। হারালেন বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন সিপিএমের শিউলি মিদ্যাকে। বাঁকুড়ার ২৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১টিতে। নির্দল জিতেছে ৩টি ওয়ার্ডে। এঁরা প্রত্যেকেই তৃণমূলের বিদায়ী কাউন্সিলর। বাম-কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন।
পুরভোটে ফের তৃণমূলের জয়জয়কার। ১০৮ পুরসভার মধ্যে তৃণমূল পেল ১০২। নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করল বামেরা। দার্জিলিং পুরসভায় জয়ী নতুন দল হামরো পার্টি। ১০৮ পুরসভার মধ্যে ৩৩টাই বিরোধীশূন্য।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে ধস! পুরসভার ২১টি আসনের মধ্যে ১৭টি ওয়ার্ডে জিতল তৃণমূল! বিজেপি জয়ী ৩টি আসনে। পরাজিত কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক! কাঁথি পুরসভার ১টি আসনে জয়ী নির্দল।
পুরভোটের ফল ঘোষণা হতেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে উত্তেজনা। খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ তৃণমূলের। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
কোচবিহারে নির্দল প্রার্থী ছেলের কাছে পরাজিত তৃণমূল প্রার্থী মা। ভোটে হেরেই অন্তর্ঘাতের অভিযোগ মুর্শিদাবাদের প্রাক্তন পুরপ্রধানের।
ফের ধরাশায়ী বিজেপি। ২ হাজারে বেশি ওয়ার্ডের মধ্যে মাত্র ৬৫টিতে জয়। কাঁথিতে জোর ধাক্কা শুভেন্দুর। সুকান্ত, দিলীপ, অর্জুনের গড়েও ভরাডুবি।
১০৮ পুরসভার ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১ হাজার ৮৬৬টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস। ১১৯টিতে জয়ী নির্দল। ৬৩টিতে জয়ী বিজেপি। ৫৭টিতে জয়ী বামফ্রন্ট। ৫৯টিতে জয়ী কংগ্রেস।
শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে পুনর্নির্বাচন। ৪ মার্চ পুনর্নির্বাচনের পর ওইদিনই ফলঘোষণা। ইভিএম থেকে তথ্য উদ্ধার করতে না পারায় ফের ভোটের সিদ্ধান্ত।
তৃণমূলের কাছে ১০২ গোলে হেরেছে বিজেপি। পুরভোটে খাতা খুলতে না পারায় বিজেপিকে তীব্র কটাক্ষ বিজেপি থেকে বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদারের।
লাল মাটির জেলা বীরভূমে ফের সবুজ ঝড়। তার মধ্যেই অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল বামেদের প্রশংসা। বীরভূম জেলায় পাঁচটি পুরসভার ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৯২টিতেই জিতেছে তৃণমূল। বিরোধীদের অস্তিত্ব রয়েছে মাত্র একটি ওয়ার্ডে। রামপুরহাট পুরসভার সেই ১৭ নম্বর ওয়ার্ডে জিতেছেন সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিক।
এই ফলাফল প্রমাণ করে রাজ্যের মানুষ বিজেপিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। হারের পর মন্তব্য উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর।
৪০ বছর পর কাঁথি পুরসভা অধিকারীদের হাতছাড়া। তমলুক পুরসভাও তৃণমূলের দখলে। ত্রিশঙ্কু হল এগরা।
পুরভোটেও ৬২ শতাংশর বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল। বিজেপি ভোট পেয়েছে ১৩ শতাংশ। বামেদের প্রাপ্ত ভোটের হারও ১৩ শতাংশ। কংগ্রেস ভোট পেয়েছে ৫ শতাংশ। নির্দলদের প্রাপ্ত ভোটের হার ৫ শতাংশের বেশি।
বামগড় বলে পরিচিত বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। এবার সেই ওয়ার্ডও ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। জয়ী হলেন ২৭ বছরের শান্তনু মজুমদার।
রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও নদিয়ার তাহেরপুর পুরসভা নিজেদের দখলে রাখল সিপিএম। ১৩টি ওয়ার্ডের মধ্যে সিপিএম ৮টি ও তৃণমূল ৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন। জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি’, ট্যুইটে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কর্পোরেশনের পর ১০৮ পুরসভা ভোটেও ধরাশায়ী বিজেপি। ৫ মার্চ ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির।ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপির চিন্তন বৈঠক। দলের সব বিধায়ক, জেলা সভাপতি ও পদাধিকারীদের হাজির থাকার নির্দেশ। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে, এমনই খবর সূত্রের
উত্তর থেকে দক্ষিণ, তৃণমূলের ঝড়। ১০২টি পুরসভা দখল শাসক দলের। ফলের পর তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, বিরোধীদের বলব পাশে আছি। বিরোধীশূন্য শুনতে খারাপ লাগে, বিরোধিতা থাকলে ভাল, মন্তব্য অখিল গিরির।
১০৮ পুরসভার ভোটের ফলে তৃণমূলের জয়জয়কার।রাজ্যজুড়ে তৃণমূলের দাপটে মুছে গেল বিরোধীরা। পুরসভা তো বটেই, বহু জেলাও পুরোপুরি বিরোধীশূন্য।১০৮ পুরসভার মধ্যে ১০২ পুরসভাই তৃণমূলের। অর্থাৎ যতগুলো পুরসভায় ভোট হয়েছে, তার মধ্যে প্রায় ৯৪ শতাংশ পুরসভাই দখল করেছে তৃণমূল। কেবলমাত্র দু’টি পুরসভা গেছে বিরোধীদের হাতে। চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে।
১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূলের ভোট লুঠের চেষ্টা ভেস্তে দিয়ে সাধারণ মানুষ তাহেরপুরে রুখে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। হারলেন তৃণমূল প্রার্থী জয়দীপ দত্তর কাছে। তবে ৭ নম্বর ওয়ার্ডে জয়ী বিধায়ক-পুত্র ও বিজেপি প্রার্থী কামনাশিস চট্টোপাধ্যায়। রানাঘাট পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী ১৯টিতে।একটিতে জয়ী বিজেপি।
১০২ টি পুরসভায় জয়ী তৃণমূল। ১টি পুরসভায় জয়ী সিপিএম। ১টি পুরসভায় জয়ী নির্দল।তিনটি পুরসভায় ত্রিশঙ্কু ফল।৩১টি পুরসভা বিরোধীশূন্য।
দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি।তাহেরপুর পুরসভা দখল করেছে সিপিএম
‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা।আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন’।পুরভোটে বিপুল জয়ের পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি।আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি’, ট্যুইটে বার্তা মুখ্যমন্ত্রীর
কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মেঘনা মিত্র। এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রর পুত্রবধূ।
দার্জিলিং পুরসভা দখল করল নতুন দল হামরো পার্টি। ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে জয়ী। যদিও ২২ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন হামরো পার্টির প্রতিষ্ঠাতা সদস্য রেস্তোরাঁ ব্যবসায়ী অজয় এডওয়ার্ডস। একটি ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে টাই হয়েছে হামরো পার্টির। অনীক থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে। ৪টি ওয়ার্ড দখল করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।
রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ৯৫৫ ভোটে জয়ী নির্দল প্রার্থী। টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কোঅর্ডিনেটর শিশির ভট্টাচার্য। ভোটের দিন এই ওয়ার্ডে দফায় দফায় অশান্তি হয়। ভাঙা হয় ৬টি ইভিএম। ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী অর্চনা মিত্র। ভোটের দিন এই ওয়ার্ডেও অশান্তি হয়।
১০৩ টি পুরসভায় জয়ী তৃণমূল। ১টি পুরসভায় জয়ী সিপিএম। ১টি পুরসভায় জয়ী নির্দল।তিনটি পুরসভায় ত্রিশঙ্কু ফল। ৩১টি পুরসভা বিরোধীশূন্য।দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি।তাহেরপুর পুরসভা দখল করেছে সিপিএম
পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি প্রার্থী ও বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। জয়ী পুরুলিয়ার পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল প্রার্থী নব্যেন্দু মাহালি। পুরুলিয়া পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৭টি তৃণমূল, বিজেপি ৩, কংগ্রেস ১ ও নির্দল ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
দিলীপ ঘোষের গড়ে খড়গপুর পুরসভা দখল করল তৃণমূল। ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে তৃণমূল, ৬টিতে বিজেপি, ৬টিতে কংগ্রেস, ১টিতে সিপিএম, ১টি সিপিআই ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
৯৫ টি পুরসভায় জয়ী তৃণমূল। উত্তর ২৪ পরগনার ৫টি পুরসভা বিরোধীশূন্য।ব্যারাকপুর, নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়া, বরানগর বিরোধীশূন্য
ঝালদা পুরসভা তৃণমূলের দখলে।সুকান্ত মজুমদারের গড় বালুরঘাট পুরসভা তৃণমূলের দখলে।বাঁশবেড়িয়া পুরসভা তৃণমূলের দখলে
৯৩ টি পুরসভায় জয়ী তৃণমূল। উত্তর ২৪ পরগনার ৫টি পুরসভা বিরোধীশূন্য।ব্যারাকপুর, নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়া, বরানগর বিরোধীশূন্য
৯২ টি পুরসভায় জয়ী তৃণমূল। ঝালদা পুরসভা তৃণমূলের দখলে।সুকান্ত মজুমদারের গড় বালুরঘাট পুরসভা তৃণমূলের দখলে।বাঁশবেড়িয়া পুরসভা তৃণমূলের দখলে
৯০ টি পুরসভায় জয়ী তৃণমূল। বালুরঘাট পুরসভা তৃণমূলের দখলে
তাহেরপুর পুরসভা দখলে রাখল বামেরা। বাম ৮ ও তৃণমূল পাঁচ আসন পেয়েছে।
৮২ টি পুরসভায় জয়ী তৃণমূল। কাঁচড়াপাড়া পুরসভা তৃণমূলের দখলে।কাঁচড়াপাড়া , হালিশহর, নৈহাটি বিরোধীশূন্য।তাহেরপুর পুরসভায় ৮টি ওয়ার্ডে বামেরা ৫টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে।
ত্রিশঙ্কু চাঁপদানি পুরসভা। এই পুরসভায় তৃণমূল ১১, নির্দল ১০, কংগ্রেস ১ আসনে জিতেছে।
৮০ টি পুরসভায় জয়ী তৃণমূল। ভাটপাড়া পুরসভা তৃণমূলের দখলে।বহরমপুর পুরসভা তৃণমূলের দখলে।খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী হিরণ।
৭৫ টি পুরসভায় জয়ী তৃণমূল। টাকি পুরসভা তৃণমূলের দখলে।নৈহাটি পুরসভা তৃণমূলের দখলে।হালিশহর পুরসভা তৃণমূলের দখলে।ঘাটাল পুরসভা তৃণমূলের দখলে। গোবরডাঙা পুরসভা তৃণমূলের দখলে।হরিণঘাটা পুরসভা তৃণমূলের দখলে।ত্রিশঙ্কু বেলডাঙা পুরসভা।কামারহাটি পুরসভা তৃণমূলের দখলে।বারাসাত পুরসভা তৃণমূলের দখলে
দিলীপ ঘোষের গড় খড়গপুর পুরসভা তৃণমূলের দখলে
৭০ টি পুরসভায় জয়ী তৃণমূল। নৈহাটি পুরসভা তৃণমূলের দখলে।হালিশহর পুরসভা তৃণমূলের দখলে।ঘাটাল পুরসভা তৃণমূলের দখলে।গোবরডাঙা পুরসভা তৃণমূলের দখলে
দার্জিলিঙে ১৭টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি। দার্জিলিং পুরসভা দখল করল হামরো পার্টি
৫৫ টি পুরসভায় জয়ী তৃণমূল। কাঁথি পুরসভা তৃণমূলের দখলে।অধিকারী গড়ে জোড়াফুলের ঝড়।তমলুক পুরসভা তৃণমূলের দখলে।বাদুড়িয়া পুরসভা তৃণমূলের দখলে।বসিরহাট পুরসভা তৃণমূলের দখলে।ডালখোলা পুরসভা তৃণমূলের দখলে।ধুলিয়ান পুরসভা তৃণমূলের দখলে।বেলডাঙা পুরসভা তৃণমূলের দখলে।রাণাঘাট পুরসভা তৃণমূলের দখলে।চাকদা পুরসভা তৃণমূলের দখলে।নবদ্বীপ পুরসভা তৃণমূলের দখলে।বরানগর পুরসভা তৃণমূলের দখলে।
উত্তরপাড়া পুরসভা তৃণমূলের দখলে
৪৬ টি পুরসভায় জয়ী তৃণমূল। কাঁচড়াপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে জয়ী শুভ্রাংশু রায়
কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিন্হা
৪৫ টি পুরসভায় জয়ী তৃণমূল। ফালাকাটা পুরসভা তৃণমূলের দখলে।আলিপুরদুয়ার পুরসভা তৃণমূলের দখলে
ত্রিশঙ্কু পুরুলিয়ার ঝালদা পুরসভা। পাঁচটি করে আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস। দুটি আসনে জয়ী অন্যরা।
৩৯ টি পুরসভায় জয়ী তৃণমূল। কাটোয়া পুরসভা তৃণমূলের দখলে। দাঁইহাট পুরসভা তৃণমূলের দখলে।জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে।
বেলডাঙা পুরসভা তৃণমূলের দখলে।অশোকনগর-কল্যাণগড় পুরসভা তৃণমূলের দখলে।জলপাইগুড়ির ৩টি পুরসভার ৩টিই তৃণমূলের দখলে।
মাল পুরসভা তৃণমূলের দখলে
তারকেশ্বর পুরসভা তৃণমূলের দখলে। মহেশতলা পুরসভা তৃণমূলের দখলে।জয়নগর পুরসভা তৃণমূলের দখলে।জলপাইগুড়ি পুরসভা তৃণমূলের দখলে
দার্জিলিঙে ১৪টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি।জলপাইগুড়ি পুরসভা তৃণমূলের দখলে।ময়নাগুড়ি পুরসভা তৃণমূলের দখলে
৩৩ টি পুরসভায় জয়ী তৃণমূল।কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে।নবদ্বীপ পুরসভা তৃণমূলের দখলে।ইংলিশবাজার পুরসভা তৃণমূলের দখলে।
কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী রবীন্দ্রনাথ ঘোষ
পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভাও তৃণমূলের দখলে
ঝাড়গ্রাম পুরসভা তৃণমূলের দখলে
এখনও পর্যন্ত ২৮ টি পুরসভায় জয়ী তৃণমূল। বীরভূমে ৫টির মধ্যে ৫টি পুরসভায় জয়ী তৃণমূল
এখনও পর্যন্ত তৃণমূল ২৫ টি পুরসভায় জয়ী হয়েছে। ডায়মন্ড হারবার পুরসভা তৃণমূলের দখলে।বারুইপুর পুরসভা তৃণমূলের দখলে।রামজীবনপুর পুরসভা তৃণমূলের দখলে।মালদা পুরসভা তৃণমূলের দখলে।গুসকরা পুরসভা তৃণমূলের দখলে। হলদিবাড়ি পুরসভা দখল করল তৃণমূল।চন্দ্রকোণা পুরসভা দখল করল তৃণমূল। বোলপুর পুরসভা তৃণমূলের দখলে।রামপুরহাট পুরসভা তৃণমূলের দখলে।রঘুনাথপুর পুরসভা দখল তৃণমূলের।কোচবিহার পুরসভা তৃণমূলের দখলে।কান্দি পুরসভা তৃণমূলের দখলে।হলদিবাড়ি তৃণমূলের দখলে।ওল্ড মালদা তৃণমূলের দখলে।উলুবেড়িয়া পুরসভা তৃণমূলের দখলে।
ডায়মন্ড হারবার পুরসভা তৃণমূলের দখলে। বারুইপুর পুরসভা তৃণমূলের দখলে
কোচবিহার পুরসভা তৃণমূলের দখলে।কান্দি পুরসভা তৃণমূলের দখলে।হলদিবাড়ি তৃণমূলের দখলে।ওল্ড মালদা তৃণমূলের দখলে
বোলপুর পুরসভা তৃণমূলের দখলে। রামপুরহাট পুরসভা তৃণমূলের দখলে
গুসকরা পুরসভা তৃণমূলের দখলে
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও রামজীবন পুরসভা দখল করল তৃণমূল
বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে তৃণমূল জয়
রঘুনাথপুর পুরসভা দখল তৃণমূলের।পুরুলিয়ার রঘুনাথপুরে ৫টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। পুরুলিয়ার রঘুনাথপুরে ১টি ওয়ার্ডে কংগ্রেস জয়ী
ইংরেজবাজারে এগিয়ে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। ১০ নম্বর ওয়ার্ডে এগিয়ে কৃষ্ণেন্দুনারায়ণ
হুগলির কোন্নগরে ২টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। হুগলির বৈদ্যবাটিতে ২টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। হুগলির ডানকুনি ১ টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভায় ২ টি ওয়ার্ডে তৃণমূল জয়ী।
কৃষ্ণনগরে ২টি ওয়ার্ডে নির্দল জয়ী। জলপাইগুড়ির ২টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। জিয়াগঞ্জ পুরসভার ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
খড়দা পুরসভার পাঁচ ওয়ার্ডে এগিয়ে বাম প্রার্থীরা। একটিতে এগিয়ে কংগ্রেস।খড়দায় নির্দল এগিয়ে ১টিতে
খড়দা পুরসভার ৭ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
ডালখোলার ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
মেখলিগঞ্জের পর হলদিবাড়ি পুরসভাও তৃণমূলের দখলে।
বাঁকুড়ার সোনামুখীর ১টি ওয়ার্ডে তৃণমূল জয়ী
মুর্শিদাবাদের ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
মুর্শিদাবাদের কান্দিতে ১ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
কোচবিহার পুরসভার ১টি ওয়ার্ডে জয়ী নির্দল
তুফানগঞ্জে ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
কোচবিহার পুরসভার ১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
পুরুলিয়ার রঘুনাথপুরে ২টি ওয়ার্ডে তৃণমূল জয়ী
মেখলিগঞ্জ পুরসভা দখল তৃণমূলের। নয়টির মধ্যে পাঁচটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
মাথাভাঙা পুরসভার ২ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।
সকাল আটটা থেকে শুরু হল রাজ্যের ১০৭ পুরসভার ভোট গণনার প্রক্রিয়া। আর কিছুক্ষণ পরেই জানা যাবে প্রবণতা।
আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে ভোটগণনা হবে ১০৭টি পুরসভার। মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে রাজ্যের ১০৭ পুরসভার ভোট গণনা।
আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ভোটগণনা। তার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি ও কংগ্রেস। গেরুয়া শিবিরের অভিযোগ, রবিবার রাতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল সিসিটিভি ক্যামেরা। যদিও এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছে প্রশাসন।
হাইকোর্টে বিজেপির ধাক্কা। পুনর্নির্বাচন নয়, আজই কাঁথিতে গণনা। অভিযোগে কী পদক্ষেপ? ৭ মার্চের মধ্যে কমিশনের হলফনামা তলব।
সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে।
আজ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা। কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।
প্রেক্ষাপট
কলকাতা: পরীক্ষা শেষ। এবার বেরোবে রেজাল্ট (WB Municipal Election Result)। আজ রাজ্যের ১০৭টি পুরসভায় ভোটগণনা (Vote Counting)। দিনহাটা পুরসভা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর,১০৭টি পুরসভার জন্য ১০৭টি কেন্দ্রে গণনা হবে।নিরাপত্তার বজ্রআঁটুনিতে রয়েছে ভোটযন্ত্র।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ ও কমব্যাট ফোর্স।
দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই সঙ্গে রাখা যাবে না। সংবাদ মাধ্যমের জন্য আলাদা ব্যবস্থা থাকছে দ্বিতীয় বলয়ে। এরপর থাকছে তৃতীয় বলয়। স্ট্রং রুমের পাশেই গণনা কেন্দ্র।এই বলয়ে রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।গণনা কেন্দ্রের ভিতরে রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।
বারাসাত, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, জলপাইগুড়ি-সহ বিভিন্ন গণনা কেন্দ্রেও নিরাপত্তা জোরদার। কমিশন সূত্রে জানা গেছে,সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা চলবে।
ফল ঘোষণার পর জয়ী দল বিজয় মিছিল করতে পারলেও, একইসঙ্গে এনিয়ে সবাইকে সতর্ক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি জানিয়েছেন, বিজয় মিছিলে ছাড় থাকলেও, কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -