দুবাই: রোহিত শর্মার (Rohit Sharma) টসভাগ্য বা দুর্ভাগ্য যেন বদলাতেই চাইছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে ফের একবার টসে হারলেন তিনি। এই নিয়ে নাগাড়ে ১৪ বার। ভারতের বিরুদ্ধে (India vs Australia) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজ়ি অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতীয় দলের একাদশ নিয়ে অনেক জল্পনা ছিল। তবে কোনওরকম বদল না ঘটিয়ে এক একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। অর্থাৎ চতুর্থ স্পিনার হিসাবে ফের একবার সুযোগ পাচ্ছেন বরুণ চক্রবর্তী।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে বরুণ চক্রবর্তী ভারতের হয়ে মাঠে নামেননি। তবে নিয়মরক্ষার নিউজ়িল্যান্ড ম্যাচে খেলার সুযোগ পান বরুণ। আর সেই সুযোগ দুই হাতে লুফে নেন তিনি। ভারতের 'মিস্ট্রি স্পিনার'-র ভেল্কিতে কুপোকাত হয়েছিল কিউয়িরা। তবে সেমিফাইনালে মহম্মদ শামিকে একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে খেলানোর ঝুঁকি ভারতীয় দল নেবে কি না, সেই নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। ম্যাচের টসে কিন্তু রোহিত জানিয়ে দিলেন তিনি গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করতে চান। আর টস হেরে বোলিং হোক বা ব্যাটিং, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। বরং টস জিতে কী করা উচিত, সেই নিয়ে তিনি সন্দিহান ছিলেন।

 

টসের সময় রোহিতকে বলতে শোনা যায়, 'আমি দুইই (ব্যাট হোক বা বল) করার জন্য প্রস্তুত ছিলাম। মাথা দ্বিধাবিভক্ত থাকলে, টস হারাটাই বরং ভাল। এই মাঠের পিচগুলি নিজেদের চরিত্র বদলাতে থাকে। ভাল ক্রিকেট খেলাটা অত্যন্ত জরুরি। আমরা বিগত তিন ম্যাচেই ভাল খেলেছি এবং সেই ধারাটাই বজায় রাখার চেষ্টা করব। নিঃসন্দেহে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। তবে আমরা গত ম্যাচে যেখানে শেষ করেছিলাম, ওইখান থেকেই আবার শুরু করতে চাই। (নিউজ়িল্যান্ড ম্যাচের) একই দল নিয়ে মাঠে নামছি। আমরা প্রথমে বল করব, তাই যতটা সম্ভব কম রানে ওদের আটকে রাখাটাই আমাদের লক্ষ্য হবে।' অস্ট্রেলিয়া অবশ্য নিজেদের একাদশে দুই বদল ঘটিয়েছে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ম্যাট শর্টের বদলে সুযোগ পেলেন কুপার কনোলি এবং তনবীর সাঙ্গাকে স্পেনসার জনসনের বদলে খেলানো হচ্ছে।  

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ম্যাচ চলাকালীন আবহাওয়া কেমন থাকবে?