সোমনাথ দাস, মেদিনীপুর: মা নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোয় ছেলেকে বহিষ্কার করেছিল তৃণমূল। ভোটে জিতে জবাব দিলেন মা। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ক্ষীরপাই পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী সুনীতি হালদার। তিনি নির্দল হয়ে ভোটে লড়ায়, তাঁর ছেলে তৃণমূলের ওয়ার্ড সভাপতি মনোজ হালদারকে দল থেকে বহিষ্কার করা হয়। যোগ্য সম্মান দিয়ে ডাকলে তৃণমূলেই ফিরব, জানিয়েছেন বহিষ্কৃত নেতা।


এদিনের ভোটের ফলপ্রকাশের পর মনোজ হালদার বলেন, কয়েকজন পুর কর্মচারী খারাপ ব্যবহারের জন্য তিনি তাঁর মাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি ও সম্মান দেওয়া হয় তাহলে  অবশ্যই তৃণমূল ঘরে ফিরবেন তিনি। তিনি আরও  জানিয়েছেন, তিনি তৃণমূল করতেন এখনও তৃণমূল করেন  তৃণমূল করবেন।


১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী ‘হামরো’। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর কংগ্রেসের হাতছাড়া। জয়নগর পুরসভাও তৃণমূলের কাছে হারাল কংগ্রেস। নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল সিপিএম। চমক দিয়ে দার্জিলিং পুরসভা দখল করল নতুন পার্টি ‘হামরো’। 


অন্যদিকে,বকেয়া পুরসভা নির্বাচনে (WB Municipal Election Result) মাকে হারিয়ে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে জয়ী হলেন তিনি। ৬১১ ভোটে মাকে হারালেন। ঘটনা  কোচবিহার পুরসভার (Cooch Behar Municipal Elections Result)। সেখানকার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডে বিদায়ী পুর প্রশাসক মীনা তরকে প্রার্থী করেছিল তৃণমূল। জোড়াফুলেরই সক্রিয় সদস্য ছিলেন তাঁর ছেলে উজ্জ্বল তর। কিন্তু পুরভোটে শুধু মীনাকেই টিকিট দেয় তৃণমূল। খালিহাতে ফিরতে হয় উজ্জ্বলকে। তাতেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বুধবার ফলাফল প্রকাশের পর দেখা গেল, মাকে হারিয়ে দিয়েছেন তিনি।


আরও পড়ুন: WB Municipal Poll Result 2022: ''তাহেরপুরের বামপন্থীদের স্যালুট জানাই, প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়েছেন তাঁরা''