সুজিত মণ্ডল, ঋত্বিক প্রধান, নদিয়া ও পূর্ব মেদিনীপুর: শতাধিক পুরসভায় (Municipal Election 2022)ভোটের মুখে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে দুই জেলায় রুজু হল একাধিক মামলা । প্রচারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে কাঁথি থানায় FIR করেছেন তিনটি ওয়ার্ডের একাধিক বাসিন্দা। পাল্টা ফাঁসানোর অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে জেনারেল ডায়েরি  করেছেন গয়েশপুরের এক তৃণমূল প্রার্থী।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তার আগে দুই জেলায় একাধিক মামলা রুজু হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।  বুধবার নদিয়ার গয়েশপুরের গোলবাজারে, নির্বাচনী প্রচারসভা থেকে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বান্টি নন্দীর নাম নিয়ে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী।  তিনি বলেন, সিপিএম একটা চটি ফেলে দিয়ে এসেছিল। সেই ফাঁকা চটিতে পা গলিয়েছে এখানকার বান্টি নন্দীরা। মহিলা পাচার, পকসো, এমন কোনও ধারা নেই, যে ধারায় তিনি অভিযুক্ত নন। তা যেমন গাছ তেমন ফলই তো হবে। ঝাড়ে কি বাঁশ আলাদা হয় নাকি! সব বাঁশ একই রকম।শুভেন্দু অধিকারীর মিথ্যা দোষারোপে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজে পরিবারের সম্মানহানি হয়েছে। এই অভিযোগ তুলে বিরোধী দলনেতার জবাব দাবি করেছেন গয়েশপুরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়িতে করেছেন জেনারেল ডায়েরি। 

বান্টি নন্দী বলেছেন, ২১ এর বিধানসভা ভোটে পায়ের তলার মাটি সরে গিয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। কোনও থানায় আমার বিরুদ্ধে কমপ্লেন থাকলে দেখান। সদুত্তর দিতে  না পারলে মানহানির মামলা করব।

অন্যদিকে, অধিকারী পরিবারের খাস তালুক কাঁথিতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে একাধিক FIR হয়েছে কাঁথি থানায়। পুলিশ সূত্রে খবর, FIR রুজু করেছেন কাঁথির ৫, ৬ ও ১০ নম্বর ওয়ার্ডের একাধিক ভোটার।শুভেন্দুর পাশাপাশি তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। 

পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক বলেছেন, উনি নিরাপত্তা দেওয়ার নামে উল্টে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধমকাচ্ছেন। তাঁর নিরাপত্তারক্ষীরাও ভোটারদের ধমকাচ্ছে। সেই মর্মে সাধারণ মানুষ অভিযোগ দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে। তিনটি মামলা রুজু হয়েছে।

এ ব্যাপারে কাঁথির বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা বলেছেন, যাঁরা দুয়ারে প্রহার, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ধমক চমক দিচ্ছেন, তাঁরাই আবার এই অভিযোগ তুলে শুভেন্দুবাবুকে ফাঁসানোর চেষ্টা করছেন।

বুধবার থেকে  প্রচার শুরু করেছেন শুভেন্দু। আর প্রচার শুরু হতে না হতেই দায়ের মামলা।