ব্রতদীপ ভট্টাচার্য, বারাসাত: রবিবার পুরভোট শুরু হতেই দিকে দিকে অশান্তি। বারাসাত ৭ নং ওয়ার্ডে বুথে ঢুকে তাণ্ডবের বড় অভিযোগ উঠল। ভোট শুরু হতেই আছাড় মেরে ইভিএম ভাঙলেন বিজেপি প্রার্থী, এমনই অভিযোগ।
রীতিমত বুথে ঢুকে তাণ্ডব চালালেন বিজেপি প্রার্থী। অভিযোগ, বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্কুলের বুথে বিজেপি প্রার্থী এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এরপরই বিজেপি প্রার্থী আছাড় মেরে ইভিএম ভেঙে ফলে। যদিও এই ঘটনা মানতে নারাজ প্রার্থী। এদিকে এই ঘটনার পরই বুথে তুমুল গণ্ডগোল বেঁধে যায়। পাশাপাশি পুলিশের সঙ্গে বচসাও বেঁধে যায়। স্থানীয়দের অভিযোগ সকাল থেকেই বিজেপি প্রার্থী এখানে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছিলেন।
আরও পড়ুন, 'বের করে দেওয়া' এজেন্টদের নিজে বুথে বসালেন অধীর
এদিকে, ভোট শুরুর আগেই রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রাজপুর বিদ্যানিধি স্কুলে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। ইভিএম ভাঙচুর করা হয়। কংগ্রেস প্রার্থী সৌমেন্দু ঘোষের জামা ছিঁড়ে দেওয়া হয়। আতঙ্কে সকালে ভোট দিতে যাননি কোনও ভোটার। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিরোধীদের অভিযোগ, আগের দিন রাত থেকেই হুমকি দিতে শুরু করে তৃণমূল। সকালে বাম, কংগ্রেস, নির্দল এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বুথের মধ্যেই পুলিশের সঙ্গে হাতাহাতি বেধে যায় বিরোধী এজেন্টদের। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
আজ রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকবে ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে। অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক থাকবেন। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।