কলকাতা : রবিবার রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও মোতায়েন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকবে ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার ।
অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক থাকবেন। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।
সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার ১০ জন সিনিয়র স্পেশাল অবজারভারের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।
সূত্রের খবর, বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়, পুরভোটে কোনওরকম গন্ডগোল সহ্য করবে না কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০ জেলায় ভোটের দায়িত্বে। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজারভার করা হয়েছে। অবজারভার, স্পেশাল অবজারভার, সিনিয়র স্পেশাল অবজারভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক ।
১০৮টি পুরসভার ২ হাজার ২৭১টি ওয়ার্ডে ভোট । প্রতিটি বুথই স্পর্শকাতর। প্রতি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও মোতায়েন পুলিশ আধিকারিকও। এবারের পুরভোট হচ্ছে ৪৪ হাজার পুলিশ কর্মী দিয়ে। শুক্রবার থেকেই পুরভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনের দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
কন্ট্রোল রুমের ফোন নম্বর - 2290 0040, 2290 0041 এবং 180034 55553 ।
এরই মধ্যে, মেদিনীপুরে দিলীপ ঘোষ নিজের বাংলোতে ঢুকতে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বিজেপি সাংসদের বাংলোতে পৌঁছে যান পুলিশের আধিকারিক সহ ডেপুটি ম্যাজিস্ট্রেট। দিলীপ ঘোষকে এলাকা ছেড়ে যেতে অনুরোধ করা হয়।
‘নির্দেশ অমান্য করছেন দিলীপ ঘোষ’, দাবি ডেপুটি ম্যাজিস্ট্রেটের। ‘আগের নির্বাচনেও ছিলাম, এই নির্বাচনেও থাকব’। ‘নেপথ্যে রাজনীতি আছে’, পাল্টা করেছেন দিলীপ ঘোষ ।