WB News Live Update : 'রবিবারের মধ্যে কূলকিনারা না হলে আর জি কর কাণ্ডের তদন্তভার যাবে সিবিআই-এর হাতে'

R G Kar Murder Case Kolkata : চিকিৎসকের ‘ধর্ষণ’-খুনে তোলপাড় রাজ্য, দিকে দিকে প্রতিবাদ। খুনি কি শুধুই সঞ্জয়? নাকি জড়িত আরও কেউ?

ABP Ananda Last Updated: 12 Aug 2024 03:23 PM
WB News Live : নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে বললেন মুখ্যমন্ত্রী

রবিবারের মধ্যে পুলিশ না পারলে সিবিআই। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে বললেন মুখ্যমন্ত্রী। আগেই কেন দিলেন না, কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা? প্রশ্ন বিরোধীদের।

WB News Live : রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দায়িত্ব, বললেন মমতা

আর জি কর কাণ্ডের তদন্তে এবার পুলিশকেই ডেডলাইন খোদ পুলিশমন্ত্রীর। রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দায়িত্ব, বললেন মমতা।

WB News Live : রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দায়িত্ব, বললেন মমতা

আর জি কর কাণ্ডের তদন্তে এবার পুলিশকেই ডেডলাইন খোদ পুলিশমন্ত্রীর। রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দায়িত্ব, বললেন মমতা। 

WB News Live : রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দায়িত্ব, বললেন মমতা

আর জি কর কাণ্ডের তদন্তে এবার পুলিশকেই ডেডলাইন খোদ পুলিশমন্ত্রীর। রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দায়িত্ব, বললেন মমতা। 

Mamata Banerjee : ভিতরের কেউ আছে, অভিযোগ করেছে পরিবার, জানালেন মুখ্যমন্ত্রী

হাসপাতালে নার্স-নিরাপত্তারক্ষী সত্ত্বেও কী করে এমন ঘটনা? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ভিতরের কেউ আছে, অভিযোগ করেছে পরিবার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সহপাঠীদের সবাইকে করা হবে জিজ্ঞাসাবাদ।

wb nEWS lIVE : মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে সিট

মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে সিট। ৪ চিকিৎসক-সহ কয়েকজনের বয়ান রেকর্ড। আজ ঘটনাস্থলে আসবেন ময়নাতদন্তকারী চিকিৎসকদের দল।

RG Kar News : ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ

আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পড়ুয়া আন্দোলনের চাপে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 

WB News Live : করত না ডিউটি, ঘাঁটি ছিল পুলিশ ব্যারাক, কার মদতে সঞ্জয়ের এত দাপট? 

 আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় সিভিক ভলান্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায়। করত না ডিউটি। ঘাঁটি ছিল পুলিশ ব্যারাক। কার মদতে এত দাপট? 

RG Kar News : সঞ্জয় রায় একাই খুন করেছে? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত?

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে  সঞ্জয় রায় একাই খুন করেছে? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত? জানতে এবার সঞ্জয়ের DNA ম্যাপিং করাতে চলেছে পুলিশ। 

WB News Live : RG কর কাণ্ডে ডেলিভারি বয়ের বয়ান নিতে চায় পুলিশ

যে ডেলিভারি বয় হাসপাতালে ওই দিন মহিলা চিকিৎসককে অনলাইনে আনানো খাবার ডেলিভারি করেছিলেন, তাঁরও বয়ান নিতে চায় পুলিশ

WB News Live : চেস্ট মেডিসিন বিভাগের CC ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

ঠিক কী ঘটেছিল শুক্রবার ভোররাতে? মহিলা চিকিৎসককে খুনের আগে-পরের ঘটনাক্রম সাজাতে এবার ভিডিওগ্রাফির সাহায্য নিচ্ছে লালবাজার। আজ ভোর ৪টে নাগাদ কলকাতা গোয়েন্দা পুলিশের একটি দল RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। সেমিনার রুম ও চারতলার বাকি অংশের ভিডিওগ্রাফি করে সকাল সাড়ে ৬টা নাগাদ তারা বেরিয়ে যায়। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের CC ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। 

WB News Live : RG করের পড়ুয়াদের একাংশের আজ প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ-অবস্থানের পরিকল্পনা

RG করের পড়ুয়াদের একাংশের আজ প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ-অবস্থানের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি, ময়নাতদন্তকারী ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে আজ পুলিশের তদন্তকারীদের ঘটনাস্থল পরিদর্শন ও বৈঠক হওয়ার কথা। 

WB News Update : RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, প্রভাব পড়ল জরুরি বিভাগেও

এবার RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব পড়ল জরুরি বিভাগেও। কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজেও জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সেখানেও জরুরি বিভাগের পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা।

প্রেক্ষাপট


  • হেড ফোন আর সিসিটিভি ফুটেজই ধরিয়ে দিন আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শনাক্ত করেন একজন হোমগার্ড। এরপরেই সঞ্জয়কে আটক করে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, জেরায় অপরাধ কবুল করে সিভিক ভলান্টিয়ার। আরজি করে চিকিৎসক খুনে ধৃত সিভিক ভলান্টিয়ারের গুণপনার কথা এবার উঠে এল তারই পরিজনদের মুখে। অভিযোগ, বাড়ির সঙ্গে সম্পর্ক রাখত না সে। দেখত না মাকে। স্ত্রীর ওপরও মারাত্মক অত্য়াচার করত বলে অভিযোগ। প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় সন্তানের মৃত্য়ুর জন্য় সঞ্জয়কেই দায়ী করেছেন তাঁর শাশুড়ি।     

  • ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে হুমকি-কাণ্ডে এবার চাকরি হারালেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। স্বামীর গ্রেফতারির পরই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছেন ধৃতের স্ত্রী। মত্ত অবস্থাতে হাসপাতালে ঢুকে ওই কীর্তি করেছে ছেলে, মনে করছেন বাবা। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত।

  • মালদার রতুয়া ও মানিকচকে শুরু হয়েছে গঙ্গা-ভাঙন। রতুয়ায় ভাঙন দেখতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ সপ্তমে চড়ল তৃণমূল বিধায়কের। দুর্গতকে গ্রেফতারের নির্দেশও দিলেন। পরিস্থিতি সামাল দিলেন মহকুমা শাসক। অন্যদিকে, মানিকচকে গঙ্গার পাড় ভেঙে প্লাবিত ভূতনির কেশরপুর এলাকা। বানভাসি হওয়ার আশঙ্কা গ্রামবাসীদের।             

    আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.