WB News Live Update : 'রবিবারের মধ্যে কূলকিনারা না হলে আর জি কর কাণ্ডের তদন্তভার যাবে সিবিআই-এর হাতে'

R G Kar Murder Case Kolkata : চিকিৎসকের ‘ধর্ষণ’-খুনে তোলপাড় রাজ্য, দিকে দিকে প্রতিবাদ। খুনি কি শুধুই সঞ্জয়? নাকি জড়িত আরও কেউ?

ABP Ananda Last Updated: 12 Aug 2024 03:23 PM

প্রেক্ষাপট

হেড ফোন আর সিসিটিভি ফুটেজই ধরিয়ে দিন আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শনাক্ত করেন একজন হোমগার্ড। এরপরেই সঞ্জয়কে আটক...More

WB News Live : নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে বললেন মুখ্যমন্ত্রী

রবিবারের মধ্যে পুলিশ না পারলে সিবিআই। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে বললেন মুখ্যমন্ত্রী। আগেই কেন দিলেন না, কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা? প্রশ্ন বিরোধীদের।