সৌভিক মজুমদার ও শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা : মামলার নথি হস্তান্তর করছে না রাজ্য পুলিশ। নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কনভয়ে হামলার মামলায় হাইকোর্টে (Calcutta High Court) রাজ্য পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলল সিবিআই। যেহেতু এখনও কোনও স্থগিতাদেশ নেই, তাই আগের নির্দেশের মান্যতা দেওয়া হোক বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।


রাজ্য সরকারের রিপোর্ট সন্তুষ্ট করতে পারেনি আদালতকে। নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনাতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু, সেই মামলাতেই রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল সিবিআই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে সিবিআইয়ের অভিযোগ, নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। মামলার নথি হস্তান্তর করছে না। সব ক্ষেত্রে এই অসহযোগিতা কাম্য নয়। আদালতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। তখন প্রধান বিচারপতি বলেন, যেহেতু এখনও পর্যন্ত কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায়, তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক।


গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। এরপর মারমুখী বিজেপি কর্মীরা বুড়িরহাট অঞ্চল তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায়! ২১ জন বিজেপি সমর্থক এবং ৩ তৃণমূল সমর্থককে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।' তাঁর আরও কটাক্ষ, 'ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশমন্ত্রী আসলে কে ? একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এভাবে বাধা দেওয়ার কারণ কী।' তৃণমূলকেও নিশানা করে তিনি বলেন, 'প্রাণে মেরে দেওয়ার কথা ভাবলে স্থান-কাল জানিয়ে দিক তৃণমূল।'


ঘটনায়, CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। যার প্রেক্ষিতে রাজ্য সরকারকে রিপোর্ট পেশের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২১ মার্চ সেই রিপোর্ট দেয় রাজ্য সরকার। কিন্তু রাজ্যের সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ ঘটনার CBI তদন্তের নির্দেশ দেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।