কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা:  ফাইল নিয়ে এবার রাজ্যপালকে  (Governor Jagdeep Dhankhar) কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Bandyopadhyay)। বুধবার রাজ্যপাল জগদীপ ধনকড় ফের দাবি করেন, তাঁর কাছে কোনও ফাইল আটকে নেই। বৃহস্পতিবার স্পিকার পাল্টা বলেন, তাঁদের কাছে সব তথ্য আছে। কেউ RTI করলে উত্তর দেওয়া হবে।বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি কী করে একথা বললেন, অবাক হয়ে গেলাম... আমাদের তথ্য আছে, দফতর আছে, কেউ আরটিআই করলে উত্তর দিয়ে দেব।


মুখ্যমন্ত্রী যেদিন রাজ্যপালের প্রসঙ্গ টেনে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে কার্যত ভর্তসনা করলেন, সেদিনই রাজ্যপালের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার স্পিকার।ফলে বিধানসভা এবং রাজভবনের মধ্যে আরও চড়ল ফাইল-সংঘাতের পারদ। 


হাওড়া পুরসভা সংশোধনী বিল এবং মানবাধিকার কমিশন সংক্রান্ত ফাইল নিয়ে, রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে টানাপোড়েন চলছে অনেকদিন ধরে। তৃণমূলের দাবি, রাজ্যপাল ফাইল আটকে রেখেছেন। যদিও, রাজ্যপাল বারবার পাল্টা দাবি করে চলেছেন, তিনি কোনও ফাইল আটকে রাখেননি। ২৫ জানুয়ারি বিধানসভা চত্বরে, দাঁড়িয়ে, তিনি এনিয়ে সুর চড়িয়েছিলেন। বুধবারও একই সুর শোনা যায় তাঁর গলায়। 


গতকাল জগদীপ ধনকড় বলেন, আমি বলতে চাই, আমার কাছে কোনও ফাইল আটকে নেই। কোনও ইস্যু আটকে থাকলে, সরকার উত্তর দিতে হবে। বিভিন্ন বিষয়ে সরকার উত্তর দিতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী ভিত্তিহীন অভিযোগ তুলছেন।


২৪ ঘণ্টার মধ্যেই এবার রাজ্যপালকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার স্পিকার। তিনি বলেছেন, আমি বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি... বিধানসভা থেকে রাজ্যপালের কাছে কোনও বিল গেলে, তার ভবিষ্যত আমি সবার আগে জানতে পারি। উনি কীকরে একথা বললেন, অবাক হয়ে গেলাম... আমাদের তথ্য আছে, দফতর আছে, কেউ আরটিআই করলে উত্তর দিয়ে দেব।


বিধানসভার স্পিকার এবং রাজ্যপালের মধ্যে ফাইল সংক্রান্ত চাপানউতোর নিয়ে বাগযুদ্ধে নেমে পড়েছে তৃণমূল-বিজেপিও। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন,  রাজভবন-বিধানসভার মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকলে প্রচারের দরকার কী? সাংবিধানিক ক্ষমতার বাইরে যাচ্ছেন কেন?


জবাব দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি তৃণমূল পরিচালিত সরকারের মনোভাবের তীব্র সমালোচনা করেছেন।


সব মিলিয়ে রাজভবন-নবান্ন সংঘাতে ইস্যুর কমতি নেই।