রুমা পাল, কলকাতা : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote) নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন (WB State Election Commission)। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে এনিয়ে পঞ্চায়েত দফতর এবং জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বরের মধ্যে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পাশাপাশি, প্রস্তুতি শুরু করেছে প্রশাসনও।


বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। রাজ্যজুড়ে গণতন্ত্রের রাজসূয় যজ্ঞ। প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০১৮ সালের হিসেব অনুযায়ী, রাজ্যে গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা ৪৮ হাজার ৬৩৬। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯২১৪ এবং জেলা পরিষদের আসন ৮২৪টি।


কী বলছে কমিশন ?



কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে পঞ্চায়েত দফতর এবং জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বরের মধ্যে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে আসন সংরক্ষণের কাজ। পাশাপাশি, ২ সেপ্টেম্বরের মধ্যে ওবিসি সার্ভেও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 


আরও পড়ুন ; 'গা জোয়ারি করা যাবে না', উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের ময়দানে নামার নির্দেশ দিলেন অভিষেক


অন্যদিকে, মে মাসে মেয়াদ শেষ হয়েছে বেশ কিছু পুরসভার। আগামী ১৩ অগাস্ট মেয়াদ শেষ হবে - ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর, দুর্গাপুর, নলহাটি, নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ার। কমিশন সূত্রে খবর, ওইসব জায়গায় ইতিমধ্যেই আসন সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে। ১১ অগাস্ট প্রকাশিত হবে খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে পয়লা সেপ্টেম্বর। তবে নভেম্বরের আগে এই সব এলাকায় পুরনির্বাচন হবে না। 


জেলাশাসকদের কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কর্মশালা হবে। 


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে 'পাখির চোখ' করে সম্প্রতি উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের (TMC) ময়দানে নামার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করা যাবে না বলে দলের নেতাদের সতর্ক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।