FD Interest Rates: শুক্রবারই ফের রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াতে পারে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। বর্তমানের সুদের হারের নিরিখে FD-তে বিনিয়োগ কতটা যুক্তিসঙ্গত, দেখে নিন এই পরিসংখ্যানে। 


Interest Rates: বিনিয়োগের আগে দেখে নিন
একবার কোনও জায়গায় অর্থ বিনিয়োগের আগে দেখে নিনি সব স্কিমের বিষয়ে। এই বাজারে আপনি ক্ষুদ্র সঞ্চয় স্কিম, এফডি, টার্গেট ম্যাচিউরিটি ফান্ড, ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান, ডেট ফান্ডে বিনিয়োগ করতে পারেন।


Small Savings Schemes: কোথায় বিনিয়োগে কত পাবেন ?


স্থায়ী আমানতে পাবেন ৫.৫ শতাংশ


ডেট ফান্ডে পাবেন ৫.২৫-৫.৪৫ শতাংশ


পিপিএফে পাবেন ৭.১ শতাংশ


সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন SSY ৭.৬ শতাংশ


পাশপাশি কিষাণ বিকাশপত্রে KVP ৬.৯ শতাংশ


সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে SCSS-এ পাবেন ৭.৪ শতাংশ


Small Savings Schemes: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগে কী সুবিধা ?
ব্যাঙ্ক আমানতের চেয়ে ভাল সুদের হার স্বল্প সঞ্চয়ে। 80C ধারায় কর ছাড়ের সুবিধা।১,৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাবেন।দীর্ঘ লক-ইন পিরিয়ড, কম লিকুইডিটি থাকার কারণে হাত পড়বে না আমানতে। এখানে পাবেন ১০ বছর পর্যন্ত মেয়েদের জন্য SSY- সুকন্যা সমৃদ্ধি যোজনা। SCSS - ৬০ বছরের উপরের নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। PPF, SSY-তে আছে EEE সুবিধা।


শুক্রবারই রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই মনিটারি পলিসি কমিটি (RBI Monetary Policy Committee) রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪% করেছে ও স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (SDF) ৫.১৫%-করা হয়েছে।


তিনদিনের একটি মিটিংয়ের পরে আরবিআই মনিটারি পলিসি কমিটি (RBI Monetary Policy Committee) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। শুক্রবার, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠকে এই কথা জানান। ৩ আগস্ট থেকে মিটিং শুরু হয়েছিল। ২০২৩ অর্থবর্ষ (FY23)-এর জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২% রাখা হয়েছে। একই সময়ে মূল্যবৃদ্ধির হার ৬.৭% থাকবে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Royal Enfield Hunter 350: প্রকাশ্যে এল রয়্যাল এনফিল্ড হান্টার, কী দেওয়া হয়েছে বাইকে ?