রুজিরাকে ইডি-র নোটিস :  ৮ জুন ইডির দফতরে হাজিরা দিতে রুজিরাকে নোটিস। কলকাতা বিমানবন্দরেই দেওয়া হল নোটিস। কলকাতা বিমানবন্দরে যাওয়ার পর আটকানো হয় অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হয় তাঁকে। এদিন সকাল ৭ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রুজিরা। 


অভিষেকের নিশানায় শুভেন্দু : রুজিরাকে নিয়ে শুভেন্দুর আক্রমণ। পাল্টা আক্রমণে অভিষেক। বললেন, পার্থর চেয়েও এসএসসির সবচেয়ে বড় বেনিফিসিয়ারি শুভেন্দু ! 

'প্রমাণ থাকলে দেখান' :  রুজিরার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ শুভেন্দুর। প্রমাণ থাকলে দেখান, হুঙ্কার অভিষেকের। প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ।


 মলয়কে ইডি-তলব : কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটককে নোটিস। দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ ইডির। ১৯ জুন সশরীরে হাজিরার নির্দেশ রাজ্যের আইনমন্ত্রীকে। এর আগে একাধিকবার নোটিস সত্ত্বেও সময় দেননি মলয় ঘটক। 


ফের ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় 'শনাক্ত হয়েছে বাংলার ৯০ জনের দেহ'। 
'নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য' ও 'নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ ফের কটক, ভুবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 


বালেশ্বরে সিবিআই :  কার ভুলের মাশুল গুণতে হল ২৭৫ জন রেল যাত্রীকে? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আজই বালেশ্বরে সিবিআই। কীভাবে দুর্ঘটনা, অন্তর্ঘাত না অন্য কিছু? তা জানতেই তদন্ত। 
সিবিআই, রেলওয়ে সেফটি কমিশনে শেষপর্যন্ত জানা যাবে আসল সত্য? 


অবশেষে গড়াল চাকা  : ৫১ ঘণ্টা পর বাহানাগায় গড়াল ট্রেনের চাকা। ভয়াবহ দুর্ঘটনার ৩ দিনের মাথায়, আপ ও ডাউন দুটি লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় চলছে লাইন মেরামতি ও ভাঙাচোরা ট্রেন সরানোর কাজ। দেহ শনাক্তকরণ কেন্দ্রে এখনও প্রিয়জনের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। 


ঘরে ফেরা হল না : চেয়েছিলেন টাকার প্রয়োজনে কাজের সন্ধানে ৬ বছরের সন্তানকে ঘরে রেখে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার সঞ্জয় দে। কিন্তু ইচ্ছেপূরণ হল না। বাড়ি ফিরলেন কফিনবন্দি হয়ে।


বিস্ফোরণের বলি বালক:  শৌচাগারে রাখা ছিল বোমা। আর সেই বোমা বিস্ফোরণেই মৃত্যু ১১ বছরের বালকের! আজ ঘটনাটি ঘটে বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বক্সী পল্লিতে। বিস্ফোরণস্থলে মেলে একটি কালো প্লাস্টিকের প্যাকেট। তার মধ্যে ছিল ৮টি তাজা বোমা। ঘটনায় গ্রেফতার ২। ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বম্ব স্কোয়াড।


জলে ডুবে মৃত্যু : পাটুলির পদ্মশ্রীতে পুকুরে স্নান করতে নেমে দুর্ঘটনা। জলে ডুবে ২ তরুণের মৃত্যু। বেশ কিছুক্ষণের চেষ্টায় দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী।