অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। একদিকে দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে দিন, আরেক দিকে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় সকাল থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। মাঘের শেষবেলায় অকাল বর্ষণে জলও জমেছে এই এলাকায়। একই সঙ্গে চলছে পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬। কাল থেকে ফের নামবে পারদ। সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ। দুই বঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের ৯ ও উত্তরবঙ্গের ৩ জেলায় কুয়াশার জেরে কমতে পারে দৃশ্যমানতা। শীতের বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল দক্ষিণবঙ্গে। কাল থেকে কমতে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে বা উইকন্ডে নিম্নমুখী পারদ। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। শীতের আমেজ কিছুটা ফিরবে। তবে শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা বাড়বে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। পশ্চিম বর্ধমান ও নদিয়াতে কখনও কুয়াশা বিক্ষিপ্তভাবে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। কাল পরিষ্কার আকাশ; কুয়াশার সম্ভাবনা ও কমবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের ৩ জেলাতে আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। আগামীকাল থেকে তাপমাত্রা কমবে। দু-তিন দিনের মধ্যেই ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা কমতে পারে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
কলকাতার আবহাওয়া:আরও বাড়ল তাপমাত্রা। এক রাতে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি। উইকেন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে। কাল থেকে পারদ ফের নিম্নমুখী। সকাল-সন্ধেয় শীতের আমেজ আসতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ।