কলকাতা: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2025)। আর কিছুক্ষণ পরই ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অনলাইনে রেজাল্ট দেখা যাবে ৯টা ৪৫ মিনিট থেকে। অর্থাৎ অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল। 

মাধ্যমিকের ফলপ্রকাশের খুঁটিনাটি: পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। সকাল ৯টা ৪৫ থেকে দেখতে পারবেন ফল। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। দিতে হবে শুধুমাত্র রোল নম্বর ও জন্ম তারিখ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে। এদিন সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে মার্কশিট ও শংসাপত্র। নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে। আগামীকাল মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। 

 

গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শেষ হয়। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। 

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া এবং রেজাল্ট বেরোনোর এই পর্বের মধ্যেই SSC-র ২০১৬ পুরো প্য়ানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫২ জন চাকরি হারান। যাঁদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেওয়ার কাজে যুক্ত ছিলেন। গত কয়েকদিন ধরে প্রতিবাদে সামিল হন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। ফলে ধন্দ ছিল কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। অবশেষে আজ ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। 

এবছর পরীক্ষার্থীদের জন্য জারি ছিল একাধিক নিয়মবিধিও। পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়,

  • কোনওরকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। 
  • পরীক্ষা পর্বে কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল সহ অন্য কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে।
  • অপরাধের গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মনে করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া পর্যন্ত হতে পারে।
  • ফোন সহ  কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার সপক্ষে পরীক্ষার্থীদের থেকে কোনওরকম যুক্তি শোনা হবে না।