এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৭%। পাশের শতাংশে সবথেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। মেধাতালিকায় প্রথম ১০ এ  ৬৬ জন। সেই ধারাবাহিকতা সমানে চলেছে! মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। প্রথম দশের মেধা তালিকায় থাকা ৬৬ জনের মধ্যে কলকাতার পড়ুয়া মাত্র একজন। ৭০ দিনের মাথায় শুক্রবার রেজাল্ট আউট হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার। 

 

  • মাধ্যমিকে প্রথম: রায়গঞ্জ করোনেশন হাইস্কুল অদ্রিত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। (৯৯.৪৩%)
  • মাধ্যমিকে দ্বিতীয় স্থানে আছে  মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনুভব বিশ্বাস। একই স্থান পেয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের পড়ুয়া সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪। (৯৯.১৪%)
  • মাধ্যমিকে তৃতীয় কোতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী।  প্রাপ্ত নম্বর ৬৯৩। (৯৯%) 

    কলকাতার পড়ুয়াদের মধ্যে মেধাতালিকায় কত জন? 

  • সার্বিক পাশের হারে তৃতীয় হলেও প্রথম দশের মেধা তালিকায় কলকাতার মুখ রেখেছে  অবন্তিকা রায়। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের এই ছাত্রী অষ্টম স্থান অধিকার করেছে। সে পেয়েছে ৬৮৮।

    মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। কিন্তু সাফল্যের হারে পিছিয়ে পড়েছে মেয়েরা। এবার মোট নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাস করেছে ৭ লক্ষ ৯১ হাজার ৮৮। ১ লক্ষের বেশি পরীক্ষার্থী এ বছর পাস করতে পারেনি। 

    ৯০-১০০-র মধ্যে নম্বর বা AA পেয়েথছে ১০ বাজার ৬৫৯ জন। ৮০-৮৯ বা A+ পেয়েছে ২৫ হাজার ৮২০ । এবং 60-79-র মধ্যে নম্বর বা A পেয়েছে ৯১ হাজার ২৩৭ জন।                 

    এবার মাধ্যমিক পরীক্ষার ৭০দিনের মাথায় রেজাল্ট আউট হল। আজই  পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট । রেজাল্ট দেখতে চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে, wb10.abplive.com-এ। এবার পরীক্ষার্থী ছিল প্রায় ১০ লক্ষ।  সকাল ৯টায় ফল প্রকাশ করে  মধ্যশিক্ষা পর্ষদ।  ফল প্রকাশের দিনেই স্কুলে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট।  কোথায় দেখবেন রেজাল্ট? মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
  • সকাল ৯টা ৪৫ থেকে দেখতে পারবেন ফল।
  • তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।
  • দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।
  • এই ইনপুটগুলি দিলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটারে। দেখা যাবে মোবাইল থেকেও ।