কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল (Madhyamik 2025 Result)। এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। অর্থাৎ গতবছরের তুলনায় বাড়ল পাসের হার। এবার জেলার জয়জয়কার। মাধ্যমিকে পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।
সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এবারও ভাল হয়েছে জেলার মাধ্যমিকের ফল। পাসের হারে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এছাড়াও তিনি জানিয়েছেন, পাসের হারের নিরিখে দ্বিতীয় কালিম্পং, মাধ্যমিকে পাসের হারে তৃতীয় কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৬.৪৬ শতাংশ। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা পাসের হার ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। ওই জেলার পাসের হার ৯০.৫২ শতাংশ।
মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর, ৬৯৪, ৯৯.১৪ শতাংশ। মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯ শতাংশ।